রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাহিরপুরে হত্যাকাণ্ডের জেরে প্রতিপক্ষের ১৯টি বাড়িঘর ভাংচুর ও লুটতরাজ। নীলফামারী-১ আসনে বিএনপির মনোনয়ন; জনগণের প্রত‍্যাশায় শাহরিন ইসলাম চৌঃ তুহিন হত্যা মামলার আসামিদের বিচারের দাবিতে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ নকলের দায়ে আমতলীতে ৯ ফাজিল পরীক্ষার্থী বহিষ্কার পোরশায় ডাল দিয়ে ভাত খেয়েছি, ছোট্ট মেয়েটি আত্রাইয়ে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রকাশ্যে ছুরিকাঘাতে একজনের মৃত্যু নওগাঁয় রেলগেটের যানজট নিরসনের দাবীতে স্থানীয়দের মানববন্ধন

স্কুল অব লিডারশিপ (SOLE), ইউএসএ বাংলাদেশে যাত্রা শুরু

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ / ৫৮ বার পঠিত
আপডেট : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ণ

মহাখালীতে রাওয়া ক্লাবে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে দেশবরেণ্য ব্যক্তিত্বদের উপস্থিতি নিবন্ধ:মহাখালীতে অবস্থিত রাওয়া ক্লাবে গত সোমবার  (২০ জানুয়ারী) স্কুল অব লিডারশিপ (SOLE), ইউএসএ এর বাংলাদেশ কান্ট্রি অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে নেতৃত্ব গঠনের একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেজর রুহুল আমিন চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট সাংবাদিক, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, রাজনীতিবিদ, ইয়ুথ ফোরাম, বাঙালির পাঠশালা এবং স্কুল অব লিডারশিপ এর প্রতিনিধিবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন স্কুল অব লিডারশিপ (SOLE), ইউএসএ এর প্রেসিডেন্ট জনাব গোলাম রাব্বানী (নয়ন বাঙালী)। তিনি বাংলাদেশে SOLE এর যাত্রা শুরু হওয়ায় গভীর আনন্দ প্রকাশ করেন।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান এবং SOLE বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. জামিল আহমেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। তিনি বলেন, “SOLE বাংলাদেশের মাধ্যমে আমরা বাংলাদেশের তরুণ প্রজন্মকে নেতৃত্বের গুণাবলী দিয়ে সজ্জিত করতে চাই।” বাংলাদেশ মিশন অফ শালোমের (BMS)পক্ষ থেকে পাষ্টার অসীম মালাকার অংশগ্রহণ করেন এবং(SOLE) USA এর প্রেসিডেন্ট জনাব গোলাম রাব্বানী (নয়ন বাঙালী) সহ SOLE পরিবারের সকল সদস্যকে বাংলাদেশ মিশন অফ শালোম(BMS) পক্ষ থেকে পাষ্টার অসীম মালাকার শুভেচ্ছা জ্ঞাপন করেন। উল্লেখ্য বাংলাদেশ মিশন অফ শালোমের (BMS)পক্ষ থেকে পাষ্টার অসীম মালাকার অংশগ্রহণ করেন এবং(SOLE) USA এর প্রেসিডেন্ট জনাব গোলাম রাব্বানী (নয়ন বাঙালী) সহ SOLE পরিবারের সকল সদস্যকে বাংলাদেশ মিশন অফ শালোম(BMS) পক্ষ থেকে পাষ্টার অসীম মালাকার শুভেচ্ছা জ্ঞাপন করেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর