রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কচাকাটায় এসএসবিসি প্রকল্পের আয়োজনে ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত জয়পুরহাটে প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনীতে প্রধান অতিথি জেনারেল ওয়াকার-উজ-জামান রাজশাহীতে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় শুভ উদ্বোধন রাজশাহী বাঘায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন ফার্মেসিকে জরিমান বাগাতীপাড়ায় আওয়ামী লীগ কর্মীর দখলে রামপাড়া জামে মসজিদের জমি! প্রশাসনের হস্তক্ষেপ দাবি স্থানীয়দের ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সমর্থকদের চতুর্থ দিনের মশাল মিছিলের স্লোগানে “আমলার মনোনয়ন মানিনা” নওগাঁয় ব্র্যাকের উদ্যোগে বিচারকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁয় দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব গাংগুরিয়া ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ডিমলায় ধান কাটাবস্হায় কৃষকের মৃত্যু; ১দিন পর মরদেহ উদ্ধার।

ঠাকুরগাঁওয়ের হরিপুরে সিআইডি পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে নিল জনতা

গীতি গমন চন্দ্র রায় গীতি, স্টাফ রিপোর্টারঃ / ১৩০ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ণ

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বনগাঁও বাজারে এক আসামিকে সিআইডি পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়েছে প্রায় শতাধিক উত্তেজিত জনতা।

জানা যায়, রোববার (২ ফেব্রুয়ারি) রাতে এই ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম।তিনি বলেন, রানীশংকৈল থানার নারী-শিশু অপহরণ মামলার আসামি সুমন (২৫)কে এস,আই জামাল উদ্দিনের নেতৃত্বে গ্রেফতার করতে যায়, সিআইডির ৫ সদস্যের একটি টিম। কিন্তু আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে শতাধিক উত্তেজিত জনতা। এ সময় আসামিকে গাড়িতে তুলতে গেলে স্থানীয় শতাধিক লোকজন পুলিশের ওপর চড়াও হয়, এবং সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেয়। উক্ত ঘটনায় পুলিশের একটি মাইক্রোবাসও ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তফার নেতৃত্বে প্রায় ১৫০-২০০ জনের একটি দল পুলিশের অভিযান ঠেকাতে সংঘবদ্ধ হয়। উত্তেজিত জনতা মাইক্রোবাসের চালককে মারধর করে এবং গাড়ির সামনের কাঁচ ভেঙে ফেলে। পরে তারা আসামি সুমনকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে যায়।

হরিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। আসামিকে পুনরায় গ্রেফতারের চেষ্টা চলছে এবং হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, অভিযানে অংশ নেওয়া সিআইডির দলটি নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে গেলে হরিপুর থানায় সহায়তা চায়। পরে রাত সাড়ে ৮টার দিকে ১১ সদস্যের একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত ৯টা ৪৫ মিনিটে অপারেশন টিম তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনার পর ঠাকুরগাঁও জেলা সিআইডির পুলিশ সুপার সুমিত চৌধুরী হরিপুর থানায় গিয়ে অভিযানের পুরো বিষয়টি খতিয়ে দেখেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর