শুরু হয়েছে অমর একুশে গ্রন্থমেলা ২০২৫ প্রতি বছর মেলায় প্রকাশিত হয় অসংখ্য বই। বই লেখার দিক থেকে বরাবরই এগিয়ে থাকে তরুণ লেখকরা, এবারও তার ব্যতিক্রম ঘটেনি। এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে উদীয়মান কবি ও লেখক সিরাজুল ইসলাম মুন্টুর একক গল্প গ্রন্থ‘আতর জানের গল্প।’ বইটি প্রকাশিত হয়েছে প্রাহলিকা প্রকাশন থেকে। প্রচ্ছদ করেছেন প্রচ্ছদ শিল্পী আবুল কাসেম আকাশ। বইটিতে প্রায় ২২টি গল্প রয়েছে। এটি লেখকের প্রথম গল্পগ্রন্থ। সিরাজুল ইসলাম মুন্টু তার বইয়ের গ্রন্থস্বত্ব যার সংস্পর্শে এসে স্নেহ মমতা, প্রেম ভালবাসা, অসহায় মানুষের দুঃখ কষ্ট অভাব অসহায়ত্ব খুব কাছে থেকে অনুধাবন করেছে।
‘আতর জানের গল্প” সিরাজুল ইসলামের প্রথম গল্প গ্রন্থ।তিনি দীর্ঘদিন ধরে গল্প কবিতা গান লিখছেন। তিনি রাজশাহী বেতারে একজন নিয়মিত গীতিকার। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন পত্র পত্রিকায় তাঁর অনেক কবিতা গল্প প্রকাশিত হয়েছে। এ বইয়ে গল্প গুলো বিভিন্ন সময়ে লেখা।এ সব গল্পে লেখক বিভিন্ন বিষয় ও মুডে জীবনের স্পর্শে এবং মননশীল লিখায় সৃষ্টি করেছে সব অনবদ্য গল্প।গল্প গুলোতে একাধারে বাস্তব জীবন বোধ, সমসাময়িক জীবনের দুঃখ যন্ত্রণা বৈষম্য নিসর্গ প্রেম মানবিক চেতনা মহাজাগতিক উপলব্ধি সঞ্চারিত হয়েছে। লেখক এই বইয়ের গল্পগুলোতে গ্রামীণ জীবনে মাটি ও মানুষের সঙ্গে দেশকাল বৈশ্বিক মূল্যবোধ দেশের মানুষের বঞ্চনার কথা স্পষ্ট ভাবে ফুটিয়ে তুলেছেন। মুক্তি, ভালবাসার পৃথিবী, লাল শাড়ী, স্নেহের প্রতিদান, ও আতর জানের গল্প”গল্প গুলো লেখকের অনবদ্য সৃষ্টি। “আতর জানের গল্প” গ্রন্থটি শিক্ষনীয় গল্পের সমন্বয়ে একটি চমৎকার মান সম্পন্ন মননশীল গল্প গ্রন্থ।
বাংলা সাহিত্যের সাথে জীবনকে গেঁথে ফেলেছেন লেখক সিরাজুল ইসলাম মুন্টু।তিনি নিয়মিত লেখালেখি করছেন বিভিন্ন পত্র-পত্রিকায়। সাহিত্যচর্চা ও সাহিত্যের প্রসারে তিনি নিরলস কাজ করে চলেছেন। হাস্যজ্বল এই লেখককে তার প্রথম বারের মতো নতুন বই প্রকাশ নিয়ে অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ”জীবনের প্রথম বই প্রকাশ পাওয়া অবশ্যই যেকোনো লেখকের জন্য আনন্দের। লেখক হিসেবে আমার স্বপ্ন বইয়ের সাথে মানুষের সম্পর্ক আরও দৃঢ় হোক। গল্পের মতো সুন্দর হোক মানুষের জীবন।”