রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাহিরপুরে হত্যাকাণ্ডের জেরে প্রতিপক্ষের ১৯টি বাড়িঘর ভাংচুর ও লুটতরাজ। নীলফামারী-১ আসনে বিএনপির মনোনয়ন; জনগণের প্রত‍্যাশায় শাহরিন ইসলাম চৌঃ তুহিন হত্যা মামলার আসামিদের বিচারের দাবিতে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ নকলের দায়ে আমতলীতে ৯ ফাজিল পরীক্ষার্থী বহিষ্কার পোরশায় ডাল দিয়ে ভাত খেয়েছি, ছোট্ট মেয়েটি আত্রাইয়ে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রকাশ্যে ছুরিকাঘাতে একজনের মৃত্যু নওগাঁয় রেলগেটের যানজট নিরসনের দাবীতে স্থানীয়দের মানববন্ধন

বদলগাছীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ

মোঃ ফারুক হোসেন, নিউজ ডেস্কঃ / ১৫০ বার পঠিত
আপডেট : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৫৬ অপরাহ্ণ

মোঃ ফারুক হোসেন, নিউজ ডেস্কঃ

নওগাঁর বদলগাছীতে বিচার করাকে কেন্দ্র করে বিনামিনের সাথে মতিন, আতিকের দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ‍্যে ইমরুল (৫০) নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন‍্য পাঠানো হয়েছে ।

বিকেলে থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল মঙ্গলবার ১১ই ফেব্রুয়ারি বিকালে উপজেলা সংলগ্ন ডাকবাংলো মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রেমের ঘটনা নিয়ে বিচার করা কে কেন্দ্র করে গতকাল ১১ই ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে ডাঙ্গিসাড়া গ্রামের কীটনাশক ব্যবসায়ী বিনামিন (৩০) এর সাথে মতিন (২০) ও আতিকের (২০) সাথে ডাকবাংলো মোড়ে কথা-কাটাকাটি হলে এক পর্যায়ে বিনামিন (৩০) ও বিনামিনের ভাই মতিন (২০) ও আতিক (২০) কে মারধর করে।

পরবর্তীতে মতিন এবং আতিক দলবল বেঁধে এসে বিনামিনকে (৩০) মারধর করে। বিনামিন (৩০) কে মারধর করেছে এমন খবর পেয়ে বিকাল ৪টার দিকে বিনামিনের পরিবারের স্বজনেরা এসে মতিন ও আতিককে খুঁজতে থাকে।

এক পর্যায়ে আতিকের খোঁজে আতিকের বাড়ি পর্যন্ত যায়। বিনামিনের লোকজন থানায় বিষয়টি নিয়ে যায় ফেরার পথে উপজেলা মন্দিরের সামনে আতিকের বন্ধু মোস্তাকিম (২০) কে পেলে বেরধক মারধর করে।

মহুর্তেই ডাকবাংলো মোড় রণক্ষেত্র তৈরী হয়। খবরপেয়ে থানাপুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ১৩ জন আহত হয়।

উভয়পক্ষের আহতরা বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। বিনামিনের পরিবারের ইমরুল (৫০) কে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক নুসরাত জাহান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি উভয়পক্ষের আনুমানিক ১৩ জন কে চিকিৎসা দিয়েছি। ১ জন কে রেফার্ড দেওয়া হয়েছে।

আব্দুল মতিন বলেন, আমি এবং আতিক বিনামিনের সাথে কথা বলতে গেলে। বিনামিন এবং তার ভাই ইমরুল কায়েস আমাদের মারধর শুরু করেন। আমরা এর সুষ্ঠ বিচার চাই।

বিনামিনের সাথে বারবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহজাহান আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি বিষয়টি শুনেছি। আপাতত পরিস্থিতি স্বাভাবিক।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর