গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে বগুড়ার কাহালু থানা পুলিশ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে কাহালু সদর ইউনিয়নের জয়তুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম (৩৫) কে গ্রেফতার করেছেন।
গ্রেফতারকৃত সাইফুল ইসলাম কাহালু উপজেলার জয়তুল গ্রামের আব্দুল মালেকের পুত্র। থানা পুলিশ তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার দায়ের করে তাকে আদালতে প্রেরণ করেছেন।