ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মণিরামপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব ইবাদুল ইসলাম মনুর সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ শনিবার জোহরের নামাজের পর মণিরামপুর কারীমিয়া মাদ্রাসা মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মণিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ শামছুদ্দিন আজাদীর সঞ্চালনায় সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিক বিল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ শহিদুল ইসলাম, মাওলানা আক্তারুজ্জামান, হাফেজ মাওলানা আশিকুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
আলোচনা সভা শেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।