নওগাঁর বদলগাছী উপজেলায় বাদাবন সংঘের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ পালিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় বদলগাছী সরকারি কলেজ অডিটোরিয়ামে নারী দিবসটি পালন করা হয়। এর আগে বদলগাছী সরকারি কলেজ থেকে উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে র্যালী শেষে কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী কলেজের অধ্যক্ষ প্রফেসর সরওয়ারে জাহান।
বাদাবন সংঘ একটি নারী অধিকার সংস্থা। নেদারল্যান্ড এম্বাসির অর্থায়নে ও সেইফ দা চিল্ড্রেন এর টেকনিকাল সহায়তায় “সোচ্চার”প্রকল্প বাস্তবায়নে আন্তর্জাতিক নারী দিবস- ২০২৫ বদলগাছী, নওগাঁর আয়োজন করা হয়।
আলোচনা সভায় বাদাবন সংঘ’র কার্যক্রম সম্পর্কে অবহিত করেন বদলগাছী শাখার সেন্টার ম্যানেজার, মিনা হেমব্রম ও জেলা সনন্বয়কারী, মুনিরা সুলতানা।
প্রাধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ বলেন ১৮ বছর এর আগে বিয়ে নয় ২০ বছরের আগে গর্ভধারণ নয়, এছাড়াও তিনি বলেন নারীদের এগিয়ে যাওয়ার জন্য তাদের নিজেদের অধিকার সচেতন হতে হবে এবং ভয়েস রেইজ করতে হবে। এর পর উপস্থিত নারী ও কিশোরী দের কাছে জানতে চাওয়া হয় এখানে আসার উদ্দেশ্যে ও প্রত্যাশা সম্পর্কে। তারা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং বলেন তারা নারী অধিকার, বাল্যবিবাহ বিবাহ ও এর কুফল সম্পর্কে জানতে পারব সেই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধে আমরা কি করতে পারি তা জানতে পারব।
পরবর্তীতে দুই পক্ষের মধ্যে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়, বিষয় ছিল বাল্যবিবাহ প্রতিরোধে আইনের চেয়ে সামাজিক সচেতনতার ভূমিকা অধিকার গুরুত্বপূর্ণ। বিতর্কে দুই পক্ষ তার যুক্তি উপস্থাপন করেন এবং বিপক্ষ দল জয়ী হয়। উক্ত র্যালী ও অনুষ্ঠানে ৪০ জন নারী ও কিশোরী অংশগ্রহণ করেন।