রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কচাকাটায় এসএসবিসি প্রকল্পের আয়োজনে ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত জয়পুরহাটে প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনীতে প্রধান অতিথি জেনারেল ওয়াকার-উজ-জামান রাজশাহীতে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় শুভ উদ্বোধন রাজশাহী বাঘায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন ফার্মেসিকে জরিমান বাগাতীপাড়ায় আওয়ামী লীগ কর্মীর দখলে রামপাড়া জামে মসজিদের জমি! প্রশাসনের হস্তক্ষেপ দাবি স্থানীয়দের ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সমর্থকদের চতুর্থ দিনের মশাল মিছিলের স্লোগানে “আমলার মনোনয়ন মানিনা” নওগাঁয় ব্র্যাকের উদ্যোগে বিচারকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁয় দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব গাংগুরিয়া ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ডিমলায় ধান কাটাবস্হায় কৃষকের মৃত্যু; ১দিন পর মরদেহ উদ্ধার।

লাকসাম উপজেলা ও পৌর ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে নেতা-কর্মীদের বিক্ষোভ

রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধিঃ / ১৯৮ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ণ

কুমিল্লা লাকসাম উপজেলা ও পৌর বিএনপির জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য ঘোষিত আহবায়ক কমিটিকে প্রত্যাখ্যান করে এর বিরুদ্ধে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের আহ্বায়ক কমিটির প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা, পৌর ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। ছাত্রদলের আহ্বায়ক কমিটিকে ‘সিন্ডিকেট, ছাত্রলীগ নিয়ে পকেট কমিটি’ আখ্যা দিয়ে অবাঞ্ছিত ঘোষণা করেছেন।বিক্ষোভ মিছিল করেছেন ত্যাগী নেতা-কর্মীরা।

১০শে মার্চ ২৫ইং (সোমবার) বিকেলে বাদ আছর লাকসাম দৌলতগঞ্জ বাজারের দৌলতগঞ্জ স্টেশন জামে মসজিদ থেকে মিছিল বের করে বাজারের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দৌলতগঞ্জ স্টেশন জামে মসজিদ এসে শেষ হয়। লাকসাম ন.,ফ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইকরাম হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, লাকসাম উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রাহুল হোসাইন।

এসময় আরো উপস্থিত ছিলেন, লাকসাম পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ০৭ নং ওয়ার্ড লাকসাম পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি তানভীর হোসাইন, কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাকিব হোসাইন প্রমুখ। এছাড়া হাজারো অনেক বঞ্চিত ত্যাগী ছাত্র নেতারা উপস্থিত ছিলেন।

বিক্ষোভকারী একাধিক নেতারা বলেন, যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে তার বিন্দুমাত্র উদ্দেশ্য পূরণ করতে পারবে না এ কমিটি। বরং ছাত্রদলের গৌরবোজ্জ্বল ইমেজকে নষ্ট করে বিভেদের সৃষ্টি করবে। আমরা এ কমিটিতে প্রত্যাখ্যান করছি। কেন্দ্রীয় নেতারা নিজেদের মাইম্যানকে ইউনিটগুলোতে বসাতে গিয়ে ত্যাগীদের সাথে তামাশা শুরু করেছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর