নির্বাচন কমিশনার পোরশা আয়োজনে উপজেলা ক্যাম্পাসে জাতীয় পরিচয় পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তর এক ফুট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।
আজ বেলা ১১: ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসের সামনে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়।
উপজেলা নির্বাচন অফিসার রবিউল আউয়ালের নেতৃত্বে পরিচালিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির ভূমিকা রাখেন। তিনি বলেন, নির্বাচন অফিসাররা জাতীয় পরিচয় পত্র তৈরীর কাজ করে যাচ্ছে আর এই কমিশন স্বচ্ছ ও নির্ভুল এবং একটি ভোটার সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করে থাকেন। এই কাজটি অন্য কমিশনে স্থানান্তর করলে সরকারের লোকবল এর প্রয়োজন হবে এবং আর্থিক খরচ হবে ও উভয় কমিশনের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হবে। তিনি আরো বলেন জাতীয় পরিচয় পত্র ও ভোটার তালিকা এক সূত্রে গাথা, ১৩ কোটি ভোটারের ডাটাবেজ ইসির অধীনে নিরাপদ। তাই এটাকে বিভক্তি করা যাবে না। এর জন্য আমরা সরকারের কাছে আবেদন করছি সরকার মহোদয় যেন উক্ত বিষয়টা বিবেচনায় নিয়ে সঠিক সিদ্ধান্ত নেন।
নির্বাচন অফিসের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।