রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কচাকাটায় এসএসবিসি প্রকল্পের আয়োজনে ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত জয়পুরহাটে প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনীতে প্রধান অতিথি জেনারেল ওয়াকার-উজ-জামান রাজশাহীতে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় শুভ উদ্বোধন রাজশাহী বাঘায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন ফার্মেসিকে জরিমান বাগাতীপাড়ায় আওয়ামী লীগ কর্মীর দখলে রামপাড়া জামে মসজিদের জমি! প্রশাসনের হস্তক্ষেপ দাবি স্থানীয়দের ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সমর্থকদের চতুর্থ দিনের মশাল মিছিলের স্লোগানে “আমলার মনোনয়ন মানিনা” নওগাঁয় ব্র্যাকের উদ্যোগে বিচারকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁয় দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব গাংগুরিয়া ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ডিমলায় ধান কাটাবস্হায় কৃষকের মৃত্যু; ১দিন পর মরদেহ উদ্ধার।

পাওনা টাকা না দিয়ে পাওনাদারের কাছ থেকে চেক ছিনতাই ও মিথ্যা মামলা

আমানুল্লাহ্ আসিফ মীর, শেরপুর প্রতিনিধি: / ১৩১ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ১০:২৪ অপরাহ্ণ

পাওনা টাকা না দিয়ে পাওনাদারের কাছ থেকে উল্টো ১০ লাখ টাকার চেক ছিনতাই করে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। এমতাবস্থায় রুপালি ইয়াসমিন রূপা নামে পাওনাদার উপযুক্ত বিচারের আশায় অভিযুক্ত রুকুনুজ্জামান জুয়েলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে। গতকাল বৃহস্পতিবার শেরপুরের প্রেসক্লাব নালিতাবাড়ীর মিলনায়তন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রুপালি ইয়াসমিন রূপা তার লিখিত বক্তব্যে বলেন, প্রায় এক বছর আগে পূর্ব পরিচয় ও বিশ্বস্ততার সূত্র ধরে আমার প্রয়াত স্বামী শফিকুল ইসলাম তারার ভগ্নিপতি মোফাজ্জল হোসেন তোফা’র মাধ্যমে ১০ লাখ টাকা ঋণ নেয় কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজমুন নাহার। ঋণ নেওয়ার সময় নাজমুন নাহার তার ব্যাংক একাউন্টের চেক আমার কাছে জামানত রাখে। কিন্তু টাকা নেওয়ার দীর্ঘদিন পরও পরিশোধ না করায় আমি আদালতের শরনাপন্ন হই। গত ৬ মার্চ মামলার তারিখ থাকায় আমি সিএনজি যোগে শেরপুর রওনা হলে পথিমধ্যে বালুঘাটা বাজারের পশ্চিম ব্রিজে পৌঁছালে নাজমুনের স্বামী জুয়েলসহ আরো চারজন আমার উপর আক্রমণ করে। সাথে থাকা ব্যাংকের ওই চেক ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নিয়ে সরে যায়।

পরবর্তীতে আমি নালিতাবাড়ী থানায় বিষয়টি অবহিত করলে ভারপ্রাপ্ত কর্মকর্তার পরামর্শক্রমে শেরপুর আদালতকেও অবহিত করি। এরপর আদালত থেকে বিকেলে ফিরে আসার সময় নালিতাবাড়ী শুঁটকি মহলে অভিযুক্ত জুয়েলের সাথে আমার দুলাভাই তোফাজ্জল ও কর্মরত প্রতিষ্ঠানের মালিক মঞ্জুরুল আহসানের দেখা হয়ে যায়। ওই সময় আমি জুয়েলকে দেখিয়ে চেক ছিনতাইকারী হিসেবে চিনিয়ে দিলে উপস্থিত জনতা তাকে চর থাপ্পড় দেয়। পরে স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হলে জুয়েল মিমাংসার আশ্বাস দেয়।

কিন্তু জুয়েল পরবর্তীতে উল্টো আহতের অভিনয় করে হাসপাতালে ভর্তি হয় এবং রুপালি, তোফাজ্জল ও মঞ্জুরুল আহসানের নামে থানায় অভিযোগ দেয়। এমতাবস্থায় পাওনা টাকা এবং চেক উদ্ধারে ১০ মার্চ আদালতে অভিযোগ দায়ের করে রূপালি।

জানা যায় নিজ স্ত্রীর ব্যাংক একাউন্টের চেক জমা দিয়ে আরো কয়েকজনের কাছ থেকে ঋণ নিয়েছে জুয়েল। তাছাড়া রূপালির কর্মস্থলের মালিক মঞ্জুরুল আহসান প্রকৃতপক্ষে একজন সহজ সরল মানুষ এবং প্রেসক্লাব নালিতাবাড়ীর ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। তাকে মিথ্যা অভিযোগে জরানোতে তিনি বিব্রত বোধ করেন। ভুক্তভোগী রূপালি এবং মঞ্জুরুল আহসান সাংবাদিকদের মাধ্যমে এসব ঘটনার বিচার দাবি করেন।

তবে এই রিপোর্ট লেখার সময় অভিযুক্ত রুকুনুজ্জামান জুয়েলকে ফোন দিলে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আছেন। সেখান থেকে ফিরে কথা বলবেন বলে জানান।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর