রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কচাকাটায় এসএসবিসি প্রকল্পের আয়োজনে ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত জয়পুরহাটে প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনীতে প্রধান অতিথি জেনারেল ওয়াকার-উজ-জামান রাজশাহীতে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় শুভ উদ্বোধন রাজশাহী বাঘায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন ফার্মেসিকে জরিমান বাগাতীপাড়ায় আওয়ামী লীগ কর্মীর দখলে রামপাড়া জামে মসজিদের জমি! প্রশাসনের হস্তক্ষেপ দাবি স্থানীয়দের ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সমর্থকদের চতুর্থ দিনের মশাল মিছিলের স্লোগানে “আমলার মনোনয়ন মানিনা” নওগাঁয় ব্র্যাকের উদ্যোগে বিচারকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁয় দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব গাংগুরিয়া ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ডিমলায় ধান কাটাবস্হায় কৃষকের মৃত্যু; ১দিন পর মরদেহ উদ্ধার।

ঈদের ছুটিতেও পরিবার পরিকল্পনা বিভাগের সেবা অব্যাহত

মোঃ মিঠু হাসান, নিজস্ব প্রতিবেদকঃ / ১১০ বার পঠিত
আপডেট : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ৪:৫৪ অপরাহ্ণ

মোঃ মিঠু হাসান, নিজস্ব প্রতিবেদকঃ

নওগাঁর বদলগাছীতে ঈদের ছুটিতেও “মা ও শিশু কল্যাণ কেন্দ্র” এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মা ও শিশু স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা কার্যক্রম অব্যাহত রয়েছে।

পবিত্র ঈদ-উল ফিতরের দীর্ঘ ছুটির কবলে পড়েছে দেশের বিভিন্ন সরকারি, আর্থিক এবং সেবামূলক প্রতিষ্ঠানসমূহ। দীর্ঘ ছুটির কারণে গ্রামাঞ্চলে যাতে মা ও শিশু স্বাস্থ্য সেবা, গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব-পরবর্তী সেবা, সাধারণ স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবা উপর এর কোন প্রভাব পড়তে না পারে এজন্য চিকিৎসা সেবা দিচ্ছেন পরিবার পরিকল্পনা বিভাগ।

কোলা গ্রামের বাসিন্দা চিকিৎসা নিতে আসা হালিমা বেগম বলেন,আমি ৮ মাসের গর্ভবর্তী একটু সমস্যা হচ্ছিলো মনে করেছিনু আজকা কেও আসপে না। হামার ডাক্তার দেখানা হবে না তারপর আসে দেখোছি আপা আছে।হামার জন্য খুবই ভালো হলো,আপা হামাক অনেক ক্ষন ধরে দেখে বাচ্চা ভালো আছে বললো। হামার অনেক ভালো লাগোছে এখোন।

মথুরাপুর ইউনিয়নের থুপশহর এলাকার বাসিন্দা সঞ্চিতা বলেন,আমি জন্ম-নিযন্ত্রণের ৩মাসের জন্য ইনজেকশন নেই গত ২ দিন আগে মেয়াদ শেষ হয়েছে। এর মধ্যে ঈদের ছুটি পড়েছে। মানসিক ভাবে খুব চিন্তায় পড়ে গেছিলাম। মনে করেছিলাম ঈদের ছুটি শেষ না হওয়া পযন্ত সরকারি ভাবে ইনজেকশন পাবো না।কিন্তু নাসরিন সুলতানা আপা কে ফোন দিলে এই ছুটির মধ্যেও আমার বাসায় এসে আপা আমাকে ইনজেকশন দিয়েছে।

ছুটির সময়েও স্বাস্থ্যসেবা পাওয়ায় অত্র অঞ্চ‌লের সেবাগ্রহীতারা অত্যন্ত সন্তুষ্ট। অনেকে জানান, জরুরি প্রয়োজনে চিকিৎসাসেবা না পাওয়ার আশঙ্কা ছিল, কিন্তু পরিবার পরিকল্পনা বিভাগ এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রের এই উদ্যোগ তাদের স্বস্তি দিয়েছে। সেবাগ্রহীতা ও তাঁদের পরিবারের সদস্যরা জানান, এমন উদ্যোগ প্রশংসার দাবিদার।

পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের এ ধরনের ত্যাগ ও নিষ্ঠা সাধারণ মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। যেখানে ঈদের ছুটিতে অধিকাংশ মানুষ পরিবার-পরিজন নিয়ে আনন্দ উপভোগ করছেন, সেখানে এই সেবাকর্মীরা নিজেদের সময় উৎসর্গ করেছেন জনসেবায়। তাঁদের এ মহান দায়িত্ববোধ সমাজে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়েছে।

এ প্রসঙ্গে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুবোধ কুমার আচার্য বলেন, “সাধারণত ঈদের ছুটিতে বিভিন্ন সেবা বন্ধ থাকে, কিন্তু গর্ভবতী মা, নবজাতক ও শিশুদের প্রয়োজনের কথা বিবেচনা করেই আমাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক নওগাঁ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক গোলাম মোঃ আজম, সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) শামীমা আক্তার এবং সহকারী পরিচালক (সিসি) ডাঃ মামুনাল হকের সার্বিক তত্ত্বাবধানে, িমেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি), উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ফার্মাসিস্ট, পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক, নার্সিং অ্যাটেনডেন্ট, পরিবার কল্যাণ সহকারীসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় আমরা সেবা নিশ্চিত করেছি এবং আমাদের কর্মীরা দায়িত্ববোধ থেকে এ সেবা প্রদান করছেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর