রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাহিরপুরে হত্যাকাণ্ডের জেরে প্রতিপক্ষের ১৯টি বাড়িঘর ভাংচুর ও লুটতরাজ। নীলফামারী-১ আসনে বিএনপির মনোনয়ন; জনগণের প্রত‍্যাশায় শাহরিন ইসলাম চৌঃ তুহিন হত্যা মামলার আসামিদের বিচারের দাবিতে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ নকলের দায়ে আমতলীতে ৯ ফাজিল পরীক্ষার্থী বহিষ্কার পোরশায় ডাল দিয়ে ভাত খেয়েছি, ছোট্ট মেয়েটি আত্রাইয়ে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রকাশ্যে ছুরিকাঘাতে একজনের মৃত্যু নওগাঁয় রেলগেটের যানজট নিরসনের দাবীতে স্থানীয়দের মানববন্ধন

রাজশাহীর আলোচিত সেই ছাত্রীর বাবাকে হত্যা মামলার দুই আসামী নওগাঁয় আটক

অহিদুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধিঃ / ১৪৮ বার পঠিত
আপডেট : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬:৫০ অপরাহ্ণ

রাজশাহীতে স্কুল ছাত্রীকে মেয়েকে উত্তক্তের প্রতিবাদে করায় আকরাম হোসেনকে হত্যা মামলার প্রধান দুই আসামী নান্টু (২৮) ও খোকন মিয়া (২৮) কে আটক করেছে র্যাব। মামলা দায়েরের ৪৮ ঘন্টার মধ্যে তাদের নওগাঁর সদর উপজেলার রামরায়পুর আড়ারাপাড়া এলাকায় অভিযান চালিয়ে শনিবার পূর্বরাত সোয়া ৮টার দিকে তাদের আটক করে।

আটককৃত মোঃ নান্টু রাজশাহীর তালাইমারি শহিদ মিনার গ্রামের মোঃ কালু মিয়ার ছেলে ও তার সহযোগী মোঃ খোকন মিয়া একই গ্রামের মৃতঃ আঃ সাত্তারের ছেলে।

এজাহার সুত্রে জানা যায়, মৃত আকরাম হোসেন (৫২) পেশায় একজন বাস ড্রাইভার। তার মেয়ে এবারের এসএসসি পরীক্ষার্থী। ঘটনার দিন বিকাল সাড়ে ৪ টার দিকে তার মেয়ে প্রাইভেট পড়া শেষ করে তালাইমারি শহিদ মিনার এলাকায় অটোরিকশা থেকে নেমে বাসায় যাওয়ার পথে আসামী নান্টু ও তার সহযোগীরা তাকে গালিগালাজ করে উত্তক্ত করে। সে তাদেরকে কিছু না বলে বাসায় গিয়ে বাবাকে গালিগালাজের কথা জানায়। তার বাবা নান্টুর বাবাকে নান্টুর উত্তক্ত করার বিষয়টি জানালে এতে নান্টু আরও ক্ষীপ্ত হন। এরই পর গত ১৬ এপ্রিল রাত আনুমানিক ১০ টার দিকে তালাইমারি শহিদ মিনারের পাশে জনৈক মনির বাড়ীর সামনে রাস্তার উপর দিয়ে বাড়ি যাওয়ার সময় তার ভাই মোঃ ইমাম হোসেন অনন্তকে নান্টু ও তার সহযোগী ৯ থেকে ১০ জন মিলে হত্যার উদ্দেশ্যে আক্রমন করে এলোপাথারী মারধর করতে শুরু করে। সে প্রাণ বাচাঁনোর তাগিদে চিৎকার করলে তার বাবা আকরাম হোসেন ঘটনাস্থলে উপস্থিত হলে তারা তাকেও মারধর করা শুরু করে। ঘটনার একপর্যায়ে আকরামের মাথায় ইট দিয়ে আঘাত করলে সে গুরুতর রক্তাক্ত জখম হন। পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে বোয়ালিয়া থানায় ৭ জনের নাম উল্লেখসহ আরও ৩ থেকে ৪ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের  করেন। এরপর র‌্যাব-৫, রাজশাহী সদর কোম্পানীর একটি আভিযানিক দল লেঃ কর্ণেল মোহাম্মদ মাসুদ পারভেজের নির্দেশনায় তাদেরকে আটক করে।

্যাব আরও জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উক্ত ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। পরবর্তীতে তাদেরকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর