বগুড়ার কাহালু থানার এএসআই মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে সোমবার সন্ধ্যায় উপজেলার পাইকড় ইউনিয়নের উচলবাড়িয়া বাজার থেকে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী ফজলু মিয়া (৫৫) কে গ্রেফতার করেছেন।
গ্রেফতারকৃত ফজলু মিয়া উপজেলার বড় বরঙ্গাশুনি গ্রামের মৃত ছামাদ প্রামানিকের পুত্র। থানা পুলিশ জানান, ২০২১ সালে দায়েরকৃত অর্থ ঋণ আদালতে ১৯৫২/২০২১ সি আর মামলায় আদালত ফজলু মিয়াকে ১ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন।