যশোরের অভয়নগর নওয়াপাড়ায় অবস্থিত বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে অভিযান পরিচালনা করেন যশোর জেলা সিভিল সার্জন। এই অভিযানকে ঘিরে না না বিতর্কে জন্ম দিয়েছে। ওই অভিযানে সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে তারা বলছে যশোরের সিভিল সার্জন অভিযানের নামে পক্ষপাতিত্ব করেছেন।
উল্লেখ থাকে যে গত রোববার (২৭ এপ্রিল) সকালে নওয়াপাড়ায় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে যশোর জেলা সিভিল সার্জন মাসুদ রানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক গুলোর প্রয়োজনিয় কাগজপত্র যাচাই-বাছাই, অপারেশন থিয়েটার সহ বিভিন্ন অনিয়ম খোঁজে নওয়াপাড়ায় হাসপাতাল রোডে ক্লিনিকপাড়ায় আল-মদিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সে ও বিশ্বাস প্রাঃ হাসপাতালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বন্ধ ও জরিমানা করে তা আদায় করেন।
অপর দিকে বর্তমান খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ মনজুর মোর্শেদের তত্ত্বাবধানে থাকা ফাতেমা প্রাঃ হাসপাতাল ও নড়াইল স্বাস্থ্য প্রশাসক ডাক্তার গফফার পরিচালিত আব্দুল হামিদ মেমোরিয়াল হাসপাতাল (ডক্টর) ওই দুই প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম থাকা শর্তেও অভিযান পরিচালনা না করায় এলাকার মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। যশোর সিভিল সার্জন কর্তৃক এধরণের পক্ষপাতিত্ব অভিযানকে সুধী সমাজ লোক দেখানো বলে মনে করেন।
এবিষয়ে যশোর জেলা সিভিল সার্জন মাসুদ রানার বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া হয়নি।