রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কচাকাটায় এসএসবিসি প্রকল্পের আয়োজনে ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত জয়পুরহাটে প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনীতে প্রধান অতিথি জেনারেল ওয়াকার-উজ-জামান রাজশাহীতে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় শুভ উদ্বোধন রাজশাহী বাঘায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন ফার্মেসিকে জরিমান বাগাতীপাড়ায় আওয়ামী লীগ কর্মীর দখলে রামপাড়া জামে মসজিদের জমি! প্রশাসনের হস্তক্ষেপ দাবি স্থানীয়দের ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সমর্থকদের চতুর্থ দিনের মশাল মিছিলের স্লোগানে “আমলার মনোনয়ন মানিনা” নওগাঁয় ব্র্যাকের উদ্যোগে বিচারকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁয় দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব গাংগুরিয়া ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ডিমলায় ধান কাটাবস্হায় কৃষকের মৃত্যু; ১দিন পর মরদেহ উদ্ধার।

সুনামগঞ্জে জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা।

মোঃ শফিকুল ইসলাম স্বাধীন, সুনামগঞ্জ প্রতিনিধিঃ / ১০২ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ণ

দ্বন্ধে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই,লিগ্যাল এইড আছে পাশে কোন চিন্তা নাই, এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় আইন সহায়তা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ই এপ্রিল সোমবার সকাল ১০ঘটিকায় জেলা লিগ্যাল এইড কমিটি সুনামগঞ্জের আয়োজনে কোর্ট প্রাঙ্গণে ৫টি লিগ্যাল এইড কর্ণারের উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটি এবং সিনিয়র জেলা ও দায়রা জজ সুনামগঞ্জের চেয়ারম্যান মোঃ হেমায়েত উদ্দিন।

এরপর একটি বর্ণ্যাঢ্য র‌্যালী বের হয়ে কোর্ট চত্বর প্রাঙ্গণ পরিদর্শন শেষে কোর্ট প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির ব্ক্তব্য রাখেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া, বিঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোকন উদ্দিন কবির, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিঞ্জ বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ কামাল খানঁ, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা লিগ্যাল এইড অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জাহিদ হোসাইন, বিঞ্জ আইনজীবি এড. মোঃ শামসুল হক, বিঞ্জ আইনজীবি এড. মল্লিক মঈনুুদ্দিন সুহেল, জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. মোঃ আব্দুল হক, সাধারন সম্পাদক এড. নুরে আলম সিদ্দিকী উজ্জল প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন, উপকারভোগী দুইজন নারী ববিতা সরকার ও সাজমা বেগম।

সভাপতির বক্তব্যে জেলা লিগ্যাল এইড কমিটি এবং সিনিয়র জেলা ও দায়রা জজ সুনামগঞ্জের চেয়ারম্যান মোঃ হেমায়েত উদ্দিন বলেছেন, বিচার বিভাগ হচ্ছে সমাজের ধনী গরীব সবার জন্য। কিন্তু লিগ্যাল এইড হচ্ছে সমাজে যারা অসহায়, অস্বচ্ছল ও গরীব মানুষজন রয়েছেন তাদেরকে সরকারের সহায়তায় বিনা টাকায় আইনী সহায়তা প্রদান করা হয়ে থাকে। পাশাপাশি দুটি পক্ষের মধ্যে বিরোধ থাকলে ও লিগ্যাল এইড কমিটির মাধ্যমে ও আপোষে নিস্পত্তির সুযোগ রয়েছে। তিনি আরো বলেন দেশের আইনের সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যার যার অবস্থান থেকে দেশটাকে সবার জন্য একটি নিরাপদ আবাসস্থল গড়ে তুলতে সকলের প্রতি তিনি আহবান জানান।

পরে সেরা প্যানেল আইনজীবি হিসেবে বিঞ্জ আইনজীবি মোছাঃ নাজনীন বেগম ও এড. মোঃ হানিফ সোলেমানের হাতে ক্রেষ্ট তুলে দেন অতিথিবৃন্দরা।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর