রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাহিরপুরে হত্যাকাণ্ডের জেরে প্রতিপক্ষের ১৯টি বাড়িঘর ভাংচুর ও লুটতরাজ। নীলফামারী-১ আসনে বিএনপির মনোনয়ন; জনগণের প্রত‍্যাশায় শাহরিন ইসলাম চৌঃ তুহিন হত্যা মামলার আসামিদের বিচারের দাবিতে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ নকলের দায়ে আমতলীতে ৯ ফাজিল পরীক্ষার্থী বহিষ্কার পোরশায় ডাল দিয়ে ভাত খেয়েছি, ছোট্ট মেয়েটি আত্রাইয়ে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রকাশ্যে ছুরিকাঘাতে একজনের মৃত্যু নওগাঁয় রেলগেটের যানজট নিরসনের দাবীতে স্থানীয়দের মানববন্ধন

ডিমলায় ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে গণসংবর্ধনা।

মোঃ আনোয়ার হোসেন, ডিমলা, নীলফামারী (প্রতিনিধি): / ১৬৪ বার পঠিত
আপডেট : সোমবার, ১৯ মে, ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ণ

শহীদ জিয়ার জন্ম হয়েছে বিধায় দেশে স্বাধীনতা যুদ্ধের ঘোষনা হয়েছে, আর এই অর্ন্তবর্তীকালীন সরকার নির্বাচন দিতে টালবাহানা করছে। নীলফামারীর ডিমলা উপজেলা বিএনপি আয়োজিত গণ সংবর্ধনা ও জনসভায় এ কথা বলেন নীলফামারী জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য, সদ্য কারা মুক্ত জন নন্দিত নেতা খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

দীর্ঘ ১৮ বছর পর দেশে নিজ নির্বাচনী এলাকায় রোববার (১৮ই মে) বিকেল ৫টায় ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠে হাজারো লোকের ভালবাসায় সম্মানিত হন তিনি।

এদিন দুপুর থেকে শুরু করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হাজার হাজার নেতাকর্মী তাদের প্রিয় নেতাকে এক নজর দেখতে ধানের শীষ, ব্যানার, ফেস্টুর হাতে নিয়ে আনন্দ উল্ল্যাসে মেতে উঠে, শ্লোগানে শ্লোগানে মুখোরিত হয় পুরো এলাকা। জনসমাবেশকে ঘিরে মাঠের পুরো এলাকা জুড়ে দলীয় নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, পুরো কলেজ মাঠটি জনসমাগমে কানায় কানায় পরিপূর্ণ হয়ে জনসমুদ্রে পরিনত হয়।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএপি’র সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন।

অনুষ্ঠানে অতিথি হিসাবে জেলা বিএনপি’র সভাপতি আ খ ম আলমগীর সরকার, সাধারণ সম্পাদক জহুরুল আলম, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আরিফ-উল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা প্রমূখ বক্তব্য রাখেন। এছাড়াও ডোমার উপজেলা বিএনপি’র সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফফর আলী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন চৌধুরী, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাড. আল মাসুদ চৌধুরীসহ উপজেলা বিএনপি ও সহযোগি অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, ফ্যাসিস্ট আ’লীগ সরকারের বৈষম্যমূলক আচরণের মাধ্যমে ভোটের অধিকার কেড়ে নিয়েছে, আমরা সুস্ট ও নিরপেক্ষ নির্বাচন আশা করছি। তিনি আরো বলেন, আমরা অতিতকে স্বরণ করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং এলাকা কৃতি সন্তান সাবেক মন্ত্রি মশিউর রহমান যাদু মিয়াকে অনুস্বরণ করে বাংলাদেশকে নতুন করে সাজাতে চাই। এলাকার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান-সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে চান তিনি।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর