নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও বিএনপির নিবেদিতপ্রাণ, একনিষ্ঠ কর্মী মরহুম সেকেন্দার আলীর স্মরণে এক বিশেষ দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) দুপুরে উপজেলার কুসুম্বা শাহী দাখিল মাদ্রাসায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
সভার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদলের আহ্বায়ক এম.এ মতিন। উক্ত সভায় সভাপতিত্ব করেন কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও গণেশপুর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম নাজমুল হক নাজু , উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মুকুল, সাবেক চেয়ারম্যান বেলাল উদ্দিন প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কুসুম্বা শাহী মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোস্তফা আল-আমিন। স্মরণসভায় মরহুম সেকেন্দার আলীর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন, তিনি ছিলেন একজন আদর্শবান রাজনৈতিক কর্মী ও মানবিক গুণাবলির অধিকারী। তার শূন্যতা কখনো পূরণ হবার নয়।
অনুষ্ঠানে অত্র মাদ্রাসার শিক্ষার্থী, এলাকাবাসী, রাজনৈতিক সহকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং মরহুমের রূহের মাগফিরাত কামনায় একত্রে দোয়া করেন।