শেরপুরের নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি প্রার্থী ওমর ফাহিম রিয়েলের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার রাতে প্রেসক্লাব নালিতাবাড়ীর মিলনায়তন কক্ষে ওমর ফাহিম রিয়েলের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কলেজ শাখার সভাপতি পদে প্রার্থী হওয়ায় একটি কুচক্রী মহল সামাজিক, ধর্মীয় ও কলেজের বিদায় অনুষ্ঠানের ছবিকে ফ্যাসিস্ট তুলনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়েছে বলে অভিযোগ রিয়েলের।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওমর ফাহিম রিয়েল বলেন, সে নালিতাবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী বিএনপি পরিবারের সন্তান। আওয়ামী শাসনামলে সে ও তার পরিবার জেল জুলুম ও নির্যাতনের স্বীকার হয়েছেন। তার বাবা মোঃ মানিক মিয়া নালিতাবাড়ী উপজেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে নালিতাবাড়ী শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই অপপ্রচারকারীরা বিএনপির ত্যাগী নেতাকর্মীদের বিতর্কিত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
এসময় উপস্থিত কলেজ ছাত্রদলের সমর্থকরা অভিযোগ করেন, রিয়েলের বিরুদ্ধে একটি মহল পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। বিগত সময়ে স্বৈরাচার বিরোধী সকল আন্দোলনে কেন্দ্রীয়, বিভাগীয় জেলার নির্দেশনা মেনে রিয়েল সক্রিয় অংশগ্রহণ করেছে।