রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কচাকাটায় এসএসবিসি প্রকল্পের আয়োজনে ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত জয়পুরহাটে প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনীতে প্রধান অতিথি জেনারেল ওয়াকার-উজ-জামান রাজশাহীতে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় শুভ উদ্বোধন রাজশাহী বাঘায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন ফার্মেসিকে জরিমান বাগাতীপাড়ায় আওয়ামী লীগ কর্মীর দখলে রামপাড়া জামে মসজিদের জমি! প্রশাসনের হস্তক্ষেপ দাবি স্থানীয়দের ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সমর্থকদের চতুর্থ দিনের মশাল মিছিলের স্লোগানে “আমলার মনোনয়ন মানিনা” নওগাঁয় ব্র্যাকের উদ্যোগে বিচারকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁয় দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব গাংগুরিয়া ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ডিমলায় ধান কাটাবস্হায় কৃষকের মৃত্যু; ১দিন পর মরদেহ উদ্ধার।

চাটখিলে সাংবাদিক পরিবারের দোকান ঘর দখলের চেষ্টা, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ

মোজাম্মেল হক, নোয়াখালী প্রতিনিধিঃ / ৭১ বার পঠিত
আপডেট : বুধবার, ২৮ মে, ২০২৫, ৫:০৭ অপরাহ্ণ

নোয়াখালী চাটখিল উপজেলার ফাওড়া গ্রামে সাংবাদিক পরিবারের ভোগ দখলীয় দোকান ঘর দখলের চেষ্টা, পরিবারের লোকজনকে মারধর, পাঁচ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে সাংবাদিক মোজাম্মেল হক (লিটন) বাদী হয়ে ফাওড়া গ্রামের রুহুল আমিনের ছেলে নুর মোহাম্মদ (৩৫), তাইজুল ইসলাম রাজু (৩২) ও মোঃ রকি (৩০) এর বিরুদ্ধে গত মঙ্গলবার দুপুরে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, মোজাম্মেল হক (লিটন) ও তার ভাইয়েরা তাদের বাড়ির সামনে রাস্তার পাশে নোয়াখালী জেলা পরিষদ থেকে ১নং খতিয়ানভুক্ত ৫৬৪ নং দাগে এক হাজার পঞ্চাশ বর্গফুট জায়গা লীজ এনে ১০ বছর ধরে ভোগ দখলে আছেন। তাদের লীজকৃত জায়গায় এপ্রিল মাসের প্রথম দিকে তারা লীজ/ইজারাকৃত জায়গায় তিনটি দোকান ঘর নির্মাণের কাজ শুরু করেন। হঠাৎ গত ১৮ এপ্রিল গভীর রাতে নুর মোহাম্মদ ও তার দুই ভাই সহ অজ্ঞাতনামা সন্ত্রাসীরা নির্মাণাধীন দোকান ঘর দখলের চেষ্টা করে কিছু অংশ কাটা তার দিয়ে বেড়া দেয়। এ সময় লিটনের ভাই প্রবাসী মোঃ রানা বাধা দিলে তাকে মারধর করে আহত করে। তার শোর চিৎকারে বাড়ির মানুষ সহ আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে। এরপর থেকে নুর মোহাম্মদ ও তার ভাইয়েরা মোজাম্মেল হক লিটনের পরিবারের নিকট ৫ লাখ টাকা চাঁদা অথবা একটি দোকান ঘর দেওয়ার দাবি জানিয়ে আসছে। তাদের দাবি মেনে না নিলে তারা এ দোকান ঘর গুলোতে ভোগ দখল করতে দিবে না বলে হুমকি দিয়ে আসছে।

এসব বিষয়ে থানা পুলিশে জানালে মোজাম্মেল হক লিটন সহ তার পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি দেয় বলে লিটন অভিযোগ করেন। এর আগে লিটন এ বিষয়ে জেলা প্রশাসক, জেলা পরিষদ ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। এতে কোন প্রতিকার পাননি।

খোঁজ নিয়ে জানা যায়, এ বিষয়ে প্রভাবশালী কিছু লোকজন সন্ত্রাসীদের সহযোগিতা করায় তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ করেও কোন লাভ হচ্ছে না বলে স্থানীয় লোকজন জানায়।

এই ব্যাপারে চাটখিল থানার ওসি মুহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, জরুরী ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর