নওগাঁর মান্দা উপজেলার পরাণপুর ইউনিয়নের বালুবাজার গ্রামের উদীয়মান চিত্রশিল্পী মোঃ ইমদাদুল হোসেন ইব্রাহিম এবার পেলেন বিশেষ স্বীকৃতি ও সহায়তা। সমাজসেবামূলক সংস্থা ‘আশা’ ইব্রাহিমের মেধা ও সৃজনশীলতাকে সম্মান জানিয়ে তার পরিবারের হাতে এক লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর করেছে।
গতকাল (২৭ মে) দুপুরে ইব্রাহীমের বাসায় এই অনুদান হস্তান্তর করা হয়। চেকটি তুলে দেন ডিএম আশা মহাদেবপুর নওগাঁ জেলার মোঃ মতিয়ার রহমান, বিএম আশা গাবতলী ব্রাঞ্চের মোহাম্মদ আব্দুল মান্নান, এবং সিনিয়র লোন অফিসার মোঃ আমিরুল ইসলাম। ইব্রাহিমের উপস্থিতিতে তার মাতা সুফিয়ান বেগমের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
আশার প্রেসিডেন্ট জনাব মোঃ আরিফুল হক চৌধুরীর বিশেষ নির্দেশনায় এই অনুদান প্রদান করা হয়েছে বলে জানা গেছে।
অনুষ্ঠানে আরও জানানো হয়, ইব্রাহিমের আঁকা ১২টি মুখাবয়ব সংরক্ষণের জন্য সংগ্রহ করেছে ‘আশা’। এই চিত্রকর্মগুলো ভবিষ্যতে প্রতিষ্ঠানের বিভিন্ন প্রদর্শনী ও প্রকাশনায় স্থান পাবে বলে আশা কর্তৃপক্ষ জানিয়েছে।
ইব্রাহিম বলেন, “আমি এই সহযোগিতার জন্য আশা’র প্রতি কৃতজ্ঞ। এটি আমার কাজের প্রতি একটি বড় স্বীকৃতি এবং ভবিষ্যতে আরও ভালো কিছু করার প্রেরণা।”
স্থানীয় বাসিন্দা ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা আশার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, এমন সহযোগিতা দেশের প্রতিভাবান তরুণদের আত্মপ্রকাশে সহায়ক ভূমিকা রাখবে।