দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা ১২টায় পাঁচবিবির হাইওয়ে আড্ডা হোটেল ও রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আয়োজন করেন এনটিভির অনলাইন জয়পুরহাট (সদর-পাঁচবিবি) প্রতিনিধি সাংবাদিক মনোয়ার হোসেন।
কেক কাটা, আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি বণিক সমিতির সভাপতি তাইজুল ইসলাম,পাঁচবিবি থানার ইন্সপেক্টর তদন্ত ইমায়েদুল জাহেদী।
এসময় আরো উপস্থিত ছিলেন পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আজাদ আলী, পাঁচবিবি মডেল প্রেসক্লাবের সভাপতি আকতার হোসেন বকুল, পাঁচবিবি মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি বদরুদ্দোজাহ সবুজ, সাধারণ সম্পাদক আল কারিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজুয়ান, কোষাধ্যক্ষ ইদ্রিস আলী, দপ্তর সম্পাদক আমজাদ হোসেনসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা এনটিভির ২৩ বছরের পথচলায় পেশাদারিত্ব ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের প্রশংসা করেন এবং আগামীতেও চ্যানেলটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। বক্তারা বলেন, এনটিভি শুধু একটি চ্যানেল নয়, এটি একটি গণমানুষের মুখপাত্র, যা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও জাতির সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
অনুষ্ঠান শেষে কেক কেটে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় এবং উপস্থিত সকলের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়।