বগুড়ার কাহালুতে ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহত ও আহতদের স্মরণে মঙ্গলবার বাদ আছর বিএনপির দলীয় কার্যালয়ে কাহালু উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান, পৌর বিএনপি’র সভাপতি আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বীরকেদার ইউপি চেয়ারম্যান ছেলিম উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, কাহালু পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক শাহাবুদ্দিন, বিএনপি নেতা শফিক তালুকদার, জিল্লুর রহমান মিন্টু মুনসুর রহমান, রায়হান, বেলাল হোসেন, ইকবাল, আব্দুর রহমান, সাদ্দাম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খোকন খান, যুগ্ন আহবায়ক মোহাম্মদ আলী সুমন, আব্দুল করিম, উপজেলার ছাত্রদলের সভাপতি মুরাদ আহমেদ মধু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক রিমন রাহাদ, পৌর স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু জ্বর আল গেফারী, যুগ্ম আহবায়ক নাজমুস শাহাদত নয়ন, জুয়েল, উপজেলা তাঁতিদলের সভাপতি সালাম সরদার, পৌর তাঁতিদলের সভাপতি সেলিম চৌধুরী, যুবদলনেতা সাব্বির আহমেদ, বাদল, সুলতান, জামিল, রুবেল, মামুন, আল আমিন, স্বেচ্ছাসেবকদলনেতা আনিসুর রহমান পাপন, কৃষকদলনেতা আবুল কালাম আজাদ, ছাত্রদল নেতা কামরুজ্জামান, রাজু সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।