রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাহিরপুরে হত্যাকাণ্ডের জেরে প্রতিপক্ষের ১৯টি বাড়িঘর ভাংচুর ও লুটতরাজ। নীলফামারী-১ আসনে বিএনপির মনোনয়ন; জনগণের প্রত‍্যাশায় শাহরিন ইসলাম চৌঃ তুহিন হত্যা মামলার আসামিদের বিচারের দাবিতে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ নকলের দায়ে আমতলীতে ৯ ফাজিল পরীক্ষার্থী বহিষ্কার পোরশায় ডাল দিয়ে ভাত খেয়েছি, ছোট্ট মেয়েটি আত্রাইয়ে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রকাশ্যে ছুরিকাঘাতে একজনের মৃত্যু নওগাঁয় রেলগেটের যানজট নিরসনের দাবীতে স্থানীয়দের মানববন্ধন

জয়পুরহাটে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ অনুষ্ঠিত

মোঃ মনোয়ার হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ / ১০২ বার পঠিত
আপডেট : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৬:৪৯ অপরাহ্ণ

মোঃ মনোয়ার হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে “সায়েন্স অলিম্পিয়াড ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) জয়পুরহাট সরকারি কলেজের একাডেমিক কাম এক্সামিনেশন হলে এই প্রোগ্রাম আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

শিবিরের জেলা সভাপতি তারেক হোসেন বলেন,
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান। এই সংগঠন সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে বদ্ধপরিকর। আজকের এই প্রোগ্রাম প্রমাণ করে যে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি বুদ্ধিদীপ্ত সংগঠন। আমাদের নিয়ে অনেকে খারাপ মন্তব্য করেন। সেসব বন্ধু সংগঠনকে আমরা বলি আসুন, ভালো কাজের প্রতিযোগিতা করি। এই দেশটাকে আমরা সবাই মিলে গড়ি।”

রামভদ্রপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মেজবাহুল ইসলাম মুরাদ বলেন, “ছাত্র শিবিরের এই আয়োজনে আমি খুব খুশি। আমি ভালো পরীক্ষা দিয়েছি এবং ভালো ফলাফল আশা করছি।”

একজন অভিভাবক আজিজুল ইসলাম বলেন,
আমার মেয়ে এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছে। ছাত্র শিবিরের এই উদ্যোগ ও সুশৃঙ্খল পরিবেশ দেখে আমি মুগ্ধ হয়েছি। আশা করি ভবিষ্যতে আরও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”

প্রোগ্রামটি নবম-দশম (ক গ্রুপ) ও একাদশ-দ্বাদশ (খ গ্রুপ) দুই পর্যায়ে ভাগ করা হয়েছে। দুই গ্রুপ থেকে মোট ৪০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে।  প্রথম পুরস্কার সনদ ও ক্রেস্টসহ ৫ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার সনদ ও ক্রেস্টসহ ৩ হাজার টাকা, তৃতীয় পুরস্কার সনদ ও ক্রেস্টসহ ২ হাজার টাকা, চতুর্থ থেকে দশম পর্যন্ত সনদ ও ক্রেস্টসহ ১ হাজার টাকা। বাকী ১০ জনকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হবে।

অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানচর্চা, জ্ঞান অনুশীলন ও ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করেছে বলে জানান অভিভাবক ও শিক্ষকরা।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর