ধুনট মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত
সোমবার বেলা ১১ টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার পোড়াপাড়া এলাকায় বাস চাপায় গফুর শেখ (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সে কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের দোগাছি ছয়ঘড়িয়াপাড়া গ্রামের মৃত শুকুর শেখের পুত্র। জানা যায় , গফুর শেখ নিজ বাড়ি থেকে বাজার করার উদ্দেশ্যে বের হন। সে পোড়াপাড়া বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় বগুড়াগামী অজ্ঞাতনামা বাস তাকে চাপা দিলে গুরুতর আহত হন। তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাহালু থানার এসআই মোহাম্মদ আলী সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।