নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর বদলগাছীতে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। সোমবার দুপুরে উপজেলা চত্বরের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেয় ৯ টি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক- শিক্ষার্থী। এসময় ইকরা কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সবুর রুবেল জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শুধুমাত্র সরকারি ও রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাই বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারছে। অথচ দীর্ঘদিন ধরে স্থানীয় কিন্ডারগার্টেনগুলোও মানসম্মত শিক্ষা দিয়ে আসছে। এতে শত শত মেধাবী শিক্ষার্থী তাদের যোগ্যতা প্রমাণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
শিক্ষকরা এ সময় হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেয় “আমাদেরও সুযোগ চাই”, “মেধা বঞ্চিত করা বন্ধ করো”, “সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ চাই।”
কর্মসূচিতে বক্তারা দ্রুত নীতিমালা পরিবর্তন করে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার আহ্বান জানান। দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা।