বগুড়ার শিবগঞ্জে রহস্যজনক ভাবে তপু নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্রা ইউনিয়নের নিয়ামতপুর পশ্চিমপাড়া গ্রামে তফিজার রহমান তপু (৪৫) নামের এক ব্যক্তির লা*শ উদ্ধার করেছে পুলিশ। তিনি মৃত এশারত আলীর ছেলে।
শনিবার সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান ও স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান নয়ন মন্ডল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পরিদর্শন করেন।
মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে এটি রহস্যজনক মৃত্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে। পুলিশ বলেছে, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।