বগুড়ায় পুলিশের বিশেষ অভিযানে বার্মিজ চাকুসহ একজন গ্রেফতার
মোঃ হারুন-অর-রশিদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ হাসান বাসির এর সার্বিক দিকনির্দেশনায় এবং এসআই (নিঃ) মোঃ কলিম উদ্দিন সরদারের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে বার্মিজ চাকুসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনাটি ঘটে গত ২০ আগস্ট রাত্রি আনুমানিক ৯টায় বগুড়া সদর থানাধীন ডেকরা এলাকার তাহেরের বাজারস্থ একটি চা স্টলের সামনে পাকা রাস্তার উপর থেকে আসামী বুলবুল (৪৫), পিতা-মৃত মুনছুর আলী, মাতা মোছাঃ আছিয়া বেগম, সাং- বিদুপাড়া, থানা ও জেলা-বগুড়া-কে বার্মিজ চাকুসহ আটক করা হয়।
পুলিশের সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযানটি পরিচালিত হয়। আটককৃত আসামী বর্তমানে থানায় হেফাজতে রয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।