রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাহিরপুরে হত্যাকাণ্ডের জেরে প্রতিপক্ষের ১৯টি বাড়িঘর ভাংচুর ও লুটতরাজ। নীলফামারী-১ আসনে বিএনপির মনোনয়ন; জনগণের প্রত‍্যাশায় শাহরিন ইসলাম চৌঃ তুহিন হত্যা মামলার আসামিদের বিচারের দাবিতে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ নকলের দায়ে আমতলীতে ৯ ফাজিল পরীক্ষার্থী বহিষ্কার পোরশায় ডাল দিয়ে ভাত খেয়েছি, ছোট্ট মেয়েটি আত্রাইয়ে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রকাশ্যে ছুরিকাঘাতে একজনের মৃত্যু নওগাঁয় রেলগেটের যানজট নিরসনের দাবীতে স্থানীয়দের মানববন্ধন

বদলগাছীতে পারিবারিক দ্বন্দ্বের জেরে যুবকের আত্মহত্যা

মোঃ ফারুক হোসেন, নিউজ ডেস্কঃ / ১১৭ বার পঠিত
আপডেট : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ২:০১ অপরাহ্ণ

মোঃ ফারুক হোসেন, নিউজ ডেস্কঃ

নওগাঁ জেলার বদলগাছীতে পারিবারিক কলহের জেরে অসীম চন্দ্র শীল (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

গত মঙ্গলবার (১৯ আগস্ট) কীটনাশক পান করার পর গুরুতর অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় তার মৃত্যু হয়।

নিহত অসীম চন্দ্র শীল বদলগাছী উপজেলার সাগরপুর গ্রামের অমল চন্দ্র শীলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, অসীম চন্দ্রের ছোট ভাই সম্প্রতি মিঠাপুর গার্লস স্কুলে অফিস সহকারী পদে চাকরি পান। ওই চাকরির জন্য কয়েক লাখ টাকা ব্যয় হয়। এ নিয়ে অসীম ও তার স্ত্রীর মধ্যে প্রায়ই দ্বন্দ্ব সৃষ্টি হতো। স্ত্রী অভিযোগ করতেন-“ছোট ভাইয়ের জন্য এত টাকা খরচ হলো, অথচ তোমার জন্য কিছুই খরচ হয়নি।” স্ত্রীর এমন কথায় অসীম বাবার কাছে টাকা চাইলে, বাবা প্রায়ই তাকে ভর্ৎসনা করতেন এবং রাগান্বিত হয়ে বলতেন-“তুই মরতে পারিস না, শুধু টাকা টাকা করিস।” বাবা ও স্ত্রীর এমন আচরণে অভিমান করে অসীম চন্দ্র গত মঙ্গলবার কীটনাশক পান করেন বলে জানা গেছে।

প্রতিবেশীদের মতে, পারিবারিক দ্বন্দ্বের কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

২২ আগস্ট রাতে বদলগাছী থানায় একটি ইউডি মামলা (অপমৃত্যু মামলা) দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর