রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কচাকাটায় এসএসবিসি প্রকল্পের আয়োজনে ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত জয়পুরহাটে প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনীতে প্রধান অতিথি জেনারেল ওয়াকার-উজ-জামান রাজশাহীতে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় শুভ উদ্বোধন রাজশাহী বাঘায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন ফার্মেসিকে জরিমান বাগাতীপাড়ায় আওয়ামী লীগ কর্মীর দখলে রামপাড়া জামে মসজিদের জমি! প্রশাসনের হস্তক্ষেপ দাবি স্থানীয়দের ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সমর্থকদের চতুর্থ দিনের মশাল মিছিলের স্লোগানে “আমলার মনোনয়ন মানিনা” নওগাঁয় ব্র্যাকের উদ্যোগে বিচারকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁয় দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব গাংগুরিয়া ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ডিমলায় ধান কাটাবস্হায় কৃষকের মৃত্যু; ১দিন পর মরদেহ উদ্ধার।

কৃষকদল নেতা শহীদুল ইসলাম বাবুল কে গ্রেফতার প্রতিবাদে বদলগাছীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মোঃ ফারুক হোসেন, নিউজ ডেস্কঃ / ১৬৯ বার পঠিত
আপডেট : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৬:০৬ অপরাহ্ণ
কৃষকদল নেতা শহীদুল ইসলাম বাবুল কে গ্রেফতার প্রতিবাদে বদলগাছীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মোঃ ফারুক হোসেন, নিউজ ডেস্কঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জনাব শহিদুল ইসলাম খান বাবুলের নিঃশর্ত মুক্তির দাবিতে নওগাঁর বদলগাছীতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন বদলগাছী উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন বদলগাছী সরকারি কলেজের সাবেক জিএস ও উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নাবী স্যান্ডো, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম হালিম, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আহসান হাবীব লিটনসহ উপজেলা বিএনপি  ও উপজেলার ৮টি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

বক্তব্যে রেজাউন নাবী স্যান্ডো বলেন, “শহিদুল ইসলাম বাবুল ভাইকে ফরমায়েশি গায়েবি মিথ্যা মামলায় আটক করা হয়েছে। আমরা বদলগাছী থানা বিএনপি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ড. ইউনুস সাহেব, আপনি ভুলে গেছেন—আপনি যখন হেঁটে হেঁটে ৬ তলায় উঠতেন, অর্ধেক উঠার পর বসতেন আবার উঠতেন, আপনার মামলা উঠে যায়, কিন্তু আমাদের বিএনপির নেত্রীবৃন্দের মামলা ওঠে না। অবিলম্বে শহিদুল ইসলাম বাবুল ভাইসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীর মামলা প্রত্যাহারের আহবান জানাই।”

প্রধান অতিথি জাকির হোসেন চৌধুরী বলেন, “রাজনীতির অপর নাম সংগ্রাম, এটাই বাস্তবতা। শহিদুল ইসলাম বাবুল একজন ক্লিন ইমেজের মানুষ, অন্যায়ভাবে তাকে কারাগারে রাখা হয়েছে। বদলগাছী উপজেলা কৃষক দলের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।  শহিদুল ইসলাম বাবুল ভাইয়ের নিঃশর্ত মুক্তি যদি না দেওয়া হয়, তাহলে আগামীকাল থেকে লাগাতার কর্মসূচিতে অংশগ্রহণ করব।”

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর