রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কচাকাটায় এসএসবিসি প্রকল্পের আয়োজনে ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত জয়পুরহাটে প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনীতে প্রধান অতিথি জেনারেল ওয়াকার-উজ-জামান রাজশাহীতে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় শুভ উদ্বোধন রাজশাহী বাঘায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন ফার্মেসিকে জরিমান বাগাতীপাড়ায় আওয়ামী লীগ কর্মীর দখলে রামপাড়া জামে মসজিদের জমি! প্রশাসনের হস্তক্ষেপ দাবি স্থানীয়দের ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সমর্থকদের চতুর্থ দিনের মশাল মিছিলের স্লোগানে “আমলার মনোনয়ন মানিনা” নওগাঁয় ব্র্যাকের উদ্যোগে বিচারকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁয় দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব গাংগুরিয়া ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ডিমলায় ধান কাটাবস্হায় কৃষকের মৃত্যু; ১দিন পর মরদেহ উদ্ধার।

জয়পুরহাটে বিজ্ঞান অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ মনোয়ার হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ / ৬৭ বার পঠিত
আপডেট : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৮:২৪ অপরাহ্ণ
জয়পুরহাটে বিজ্ঞান অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার আয়োজনে “বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৫” এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৩-০৮-২০২৫ জয়পুরহাট শহরের সুগার মিল এর প্রশিক্ষণ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার সভাপতি মোঃ তারেক হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গার্ডিয়ান পাবলিকেশনের ব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদ আবু তাহের।

এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ফজলুর রহমান সাঈদ, এছাড়া বক্তব্য রাখেন সাবেক সভাপতি বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখা মোঃ হাসিবুল আলম লিটন, এপিপি অ্যাডভোকেট মামুনুর রশিদ, আসলাম হোসেন,বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক জয়পুরহাট জেলা শাখা সেক্রেটারি আনোয়ার হোসেন, সদর থানা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছাইফুল ইসলাম প্রমুখ বক্তারা বলেন, বর্তমান যুগে বিজ্ঞানের চর্চা তরুণ প্রজন্মকে দক্ষ ও নৈতিকভাবে সমৃদ্ধ করে তুলতে পারে। দেশকে সমৃদ্ধ ও স্বনির্ভর করতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক জ্ঞানচর্চার পাশাপাশি নৈতিকতা অর্জনও জরুরি।

পরবর্তীতে বিজয়ী ক ও খ শাখার মোট ৫০ জন শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং ক ও খ প্রথম চাম্পিয়ানকে ১০,০০০/= (দশ)হাজার টাকা ক্রেস্ট ও সনদ প্রদান করেন, ক ও খ দ্বিতীয় স্থান অর্জন কারীদের ৬,০০০ (ছয় হাজার) টাকা ক্রেস্ট ও সনদ প্রদান করেন ও তৃতীয় স্থান কারীদের ৪,০০০/= (চার হাজার) টাকা ক্রেস্ট ও সনদ প্রদান করেন। এছাড়া ক ও খ শাখা ৪র্থ -১০ম স্থান অর্জনকারীদের মাঝে ১৪,০০০ (চৌদ্দ)হাজার টাকা,ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। ১১ তম থেকে ২৫ তম স্থান অর্জনকারীদের মধ্যে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ২৫ জুলাই (শুক্রবার) সাইন্স অলিম্পিয়াড ২০২৫ অনুষ্ঠিত হয় সেখানে প্রায় ৫০০ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর