পাবনা জেলার উন্নয়নে, শেকড় পাবনা ফাউন্ডেশনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে গণস্বাক্ষর কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে পাবনার এডওয়ার্ড কলেজের মহুয়াতলা, পাবনা জেলার উন্নয়নে শেকড় পাবনা ফাউন্ডেশনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে গণস্বাক্ষর কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যমুনা রেল সেতু হয়ে পাবনা – ঢাকা সরাসরি এক্সপ্রেস ট্রেন সার্ভিস চালু, কাজিরহাট থেকে খয়েরচরে ফেরিঘাট স্থানান্তর , আধুনিক সুযোগ সুবিধাসহ ঈশ্বরদী বিমানবন্দর চালু, পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আব্দুল হামিদ রোড হয়ে গাছপাড়া পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণের দাবিতে ১৫ দিনব্যাপী গণসাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন, শহীদ মাহাবুব হাসান নিলয়ের পিতা আবুল কালাম আজাদ।
উৎসবমূখর ও উৎসার উদ্দীপনা মধ্যে দিয়ে শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ১ সেপ্টেম্বর থেকে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে। অনলাইনে কিউআর কোড ও গুগল লিংকের মাধ্যমে কর্মসূচিতে অংশগ্রহণ করা যাবে।
শেকড় পাবনা ফাউন্ডেশনের সভাপতি খান হাবিব মোস্তফার সভাপতিত্বে ও সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী আতাউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও পাবনা কলেজের সাবেক অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যেকোন মূল্যে পাবনা ঢাকা ট্রেন চালু করতেই হরে। তাছাড়া এটার জন্য সংশ্লিষ্টদের চরম মূল্য দিতে হবে। পাবনা থেকে মাঝ পাড়া পর্যন্ত অকার্যকর একটি রেল লাইন চালু করা হয়েছে। সেটি কার্যকর করে দ্রুত পাবনা-ঢাকা ট্রেন সার্ভিস চালু করে ঢাকায় যাতায়াত সহজীকরণ করতে হবে। কাজিরহাটের ফেরিঘাট খয়েরচরে স্থানান্তর করা হলে দু’ঘন্টার পথ ১৫ মিনিটে পারাপার হওয়া যাবে। ঈশ্বরদী ইপিজেড, রুপপুর প্রকল্পের জন্য বিমানবন্দর চালু করা হোক। যানজট নিরসনে পাবনা শহরে চার লেন সড়ক নির্মাণ করতে হবে।
বিশেষ অতিথি ছিলেন, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সরকারি এডওয়ার্ড কলেজের পদার্থ বিজ্ঞানের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক লুৎফুর রহমান, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান নুরুল আলম বাচ্চু, উদ্ভিদ বিজ্ঞানের সহকারী অধ্যাপক মাহফুজুল বারী, কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের পাবনার সভাপতি মাহফুজুর রহমান, পাবনা শহর শিবিরের সভাপতি গোলাম রহমান জয়, সরকারী এডওয়ার্ড কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস কাব্য, শিবিরের সভাপতি আরিফ হোসেন, বুলবুল কলেজের সাবেক জিএস মঞ্জিল হক, বাগছাসের পাবনা জেলার আহবায়ক এসএম কিবরিয়া, সদস্য সচিব শাওন হোসেন প্রমুখ।