রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাহিরপুরে হত্যাকাণ্ডের জেরে প্রতিপক্ষের ১৯টি বাড়িঘর ভাংচুর ও লুটতরাজ। নীলফামারী-১ আসনে বিএনপির মনোনয়ন; জনগণের প্রত‍্যাশায় শাহরিন ইসলাম চৌঃ তুহিন হত্যা মামলার আসামিদের বিচারের দাবিতে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ নকলের দায়ে আমতলীতে ৯ ফাজিল পরীক্ষার্থী বহিষ্কার পোরশায় ডাল দিয়ে ভাত খেয়েছি, ছোট্ট মেয়েটি আত্রাইয়ে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রকাশ্যে ছুরিকাঘাতে একজনের মৃত্যু নওগাঁয় রেলগেটের যানজট নিরসনের দাবীতে স্থানীয়দের মানববন্ধন

অভয়নগরে কাঠ-পুড়িয়ে কয়লা তৈরির অবৈধ চুল্লীর কারণে ভয়ংকর হুমকির মুখে পরিবেশ, প্রশ্নবৃদ্ধ প্রশাসন

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ / ৫৯ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৭ অপরাহ্ণ
অভয়নগরে কাঠ-পুড়িয়ে কয়লা তৈরির অবৈধ চুল্লীর কারণে ভয়ংকর হুমকির মুখে পরিবেশ, প্রশ্নবৃদ্ধ প্রশাসন

কাঠ-পুড়িয়ে কয়লা তৈরির অবৈধ চুল্লীর তান্ডবে দূষিত  হয়ে উঠেছে যশোরের অভয়নগরের বাতাস, প্রশ্নবৃদ্ধ প্রশাসনের দায়িত্বরত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সরেজমিনে জানা গেছে, উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের আমতলা ও সোনাতলা গ্রামে দীর্ঘদিন ধরে কাঠ পুঁড়িয়ে কয়লা তৈরির অবৈধ চুল্লিতে প্রতিদিন হাজার হাজার মণ কয়লা তৈরি করা হয়। ফলে ওই এলাকার বনও পরিবেশ হুমকির মুখে রয়েছে, বাড়ছে মানুষের শ্বাস কষ্টসহ নানাবিধ রোগ। ওই অবৈধ চুল্লি তৈরি সিন্ডিকেটের এতোটাই ক্ষমতা যে আইনকে থোড়াই কেয়ার করেনা। ওই সব অবৈধ চুল্লি প্রসাশনের পক্ষ থেকে একাধিকবার ধ্বংস করা হলেও এক অজানা ক্ষমতাবলে বার-বার ওই চুল্লি তৈরি করে কাঠ পুঁড়িয়ে তৈরি করা হয় কয়লা। এতে পরিবেশ ধ্বংস হচ্ছে, উজাড় হচ্ছে বন।

গত ৯ সেপ্টেম্বর ২০২৩ সালে উপজেলা প্রসাশন ও পরিবেশ অধিদপ্তর যশোরের উদ্যোগে ১৪/১৬ জনের একটি সংঘবদ্ধ চক্রের  গড়ে তোলা অবৈধ ১১৩ টি চুল্লি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধ্বংস করা হয়। দীর্ঘ ২বছর অতিবাহিত হলেও কর্তৃপক্ষ আর ওই অবৈধ সিন্ডিকেটের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি। অবৈধ চুল্লী তৈরি কারীরা রয়েছে বহালতবিয়তে এবং কাঠ-পুড়িয়ে কয়লার চুল্লী তৈরি দিনদিন দীর্ঘ থেকে দীর্ঘ হয়ে বেপরোয়া ভাবে তাদের অবৈধ কাজ চালিয়ে যাচ্ছে। গত ৯ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখে প্রশাসন কর্তৃক অবৈধ চুল্লী ধ্বংস করার পরে।

মাস পার হতে না হতে আবারও ওই অবৈধ চুল্লি তৈরি করে চালু করা হয়, কাঠ পুঁড়ানো কারবার। সেই থেকে এযাবৎকাল কাঠ-পুড়িয়ে কয়লার চুল্লিতে ওই এলাকা সয়লাব হয়ে পড়েছে। যে কারনে পরিবেশ ভারসাম্যহীন হয়ে পড়েছে। এবং মানুষের নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে। একদিকে পরিবেশ দূষিত হচ্ছে অন্যদিকে শ্বাসকষ্ট জনিত রোগে মানুষ দিশেহারা হয়ে পড়ছে। বার-বার সাধারণ মানুষ ওই অবৈধ চুল্লী তৈরি সিন্ডিকেটের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কোন প্রতিকার না পেয়ে আইনের প্রতি শ্রদ্ধা হারিয়ে নিরব হয়ে গেছে। তারা এটাই মেনে নিয়েছে আইনের থেকে অবৈধ চুল্লী তৈরি কারীদের ক্ষমতা বেশি। যে কারনে সবাই প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছে।

অন্যদিকে এই প্রতিবেদকের কাছে সাধারণ মানুষ ও এলাকাবাসীর প্রশ্ন এদের ক্ষমতার উৎস কি? এবং কর্তৃপক্ষ নিরব কেনো। কাদের ইন্ধনে ওই সব অপরাধীরা পার পেয়ে যায় ও বার বার গড়ে তুলছে অবৈধ চুল্লি।

তথ্য অনুসন্ধানে জানা গেছে, রাজনৈতিক ছত্রছায়া ও অসাধু সাংবাদিকসহ প্রসাশনের কিছু অসাধু ব্যক্তিদের ইন্ধনে ওই সব কাঠ পুঁড়িয়ে কয়লা তৈরির অবৈধ চুল্লি গড়ে তুলে করে চলেছে অবৈধ কারবার। ফলে সাধারণ মানুষের কান্না শেষ হচ্ছেনা। ওই এলাকার সাধারণ মানুষ অবৈধ চুল্লি বন্ধের জন্য মানববন্ধনসহ বিভিন্ন সময় আন্দোলন করেও তাদের ভাগ্যের ফলাফল শুন্য। সাধারণ মানুষ জানিয়েছেন জরুরি ভাবে প্রসাশনের পক্ষ থেকে অবৈধ চুল্লি ধ্বংসসহ ওই সব অবৈধ চুল্লি তৈরি করা সিন্ডিকেট  ইন্ধনদাতাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করতে হবে আর যাতে অবৈধ চুল্লি তৈরি করতে না পারে। না হলে ওই এলাকার মানুষের বসবাস করা দায় হয়ে পড়ছে।

তথ্য সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট ইউনিয়নের সোনাতলা গ্রামের জিয়া মোল্যা, ছোট্ট মোল্যা, শহিদ মোল্যা, হারুন মোল্যা, রফিক মোল্যা, তৌকির মোল্যা, কবীর শেখ, হাবিব হাওলাদার, তসলিম মিয়া, মনির শেখ কামরুল ফারাজী এবং ধূলগ্রামের হরমুজ সর্দার, রকশেদ সর্দার, ফারুক হাওলাদারসহ আরো অনেকে এ অঞ্চলে দেড়শতাধিক চুল্লি তৈরি করে কয়লা বানিয়ে আসছেন। কিন্তু তারা এতটাই বেপরোয়া যে স্থানীয়রা তাদের বিরুদ্ধে প্রতিবাদ তো দূরের কথা মুখ খুলতেও সাহস করেনা।

এ বিষয়ে কয়েকজন চুল্লি মালিকের সাথে কথা বললে তারা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঘাটে ঘাটে টাকা দিয়ে আমাদের ব্যবসা চালাতে হয়। স্থানীয় পর্যায় থেকে শুরু করে সব মহলকে টাকা দিয়ে ম্যানেজ করেই তারপর ব্যবসা চালাই।

নামপ্রকাশে অনিচ্ছুক একজন বলেন, আপনাদের সাংবাদিকদের মধ্যে এক সিনিয়র সাংবাদিককে সকল চুল্লী মালিকের পক্ষ থেকে মাসে ৪০ হাজার টাকা দিতে হয়। যে কারনে কোন ঝামেলা হওয়ার কথা না। জরুরি ভাবে কাঠ-পুড়িয়ে কয়লা তৈরি অবৈধ চুল্লী ধ্বংস করে চুল্লী তৈরি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে দাবি করেছেন সচেতন মহল।

এবিষয়ে যশোর  পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোঃ এমদাদুল হকের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোনটা রিসিভ করেননি।

এবিষয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতীম শীল মুঠোফোনে বলেন, আমি বিষয়টি জানলাম ঠিকানাটা মেসেজ করেন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর