রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কচাকাটায় এসএসবিসি প্রকল্পের আয়োজনে ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত জয়পুরহাটে প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনীতে প্রধান অতিথি জেনারেল ওয়াকার-উজ-জামান রাজশাহীতে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় শুভ উদ্বোধন রাজশাহী বাঘায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন ফার্মেসিকে জরিমান বাগাতীপাড়ায় আওয়ামী লীগ কর্মীর দখলে রামপাড়া জামে মসজিদের জমি! প্রশাসনের হস্তক্ষেপ দাবি স্থানীয়দের ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সমর্থকদের চতুর্থ দিনের মশাল মিছিলের স্লোগানে “আমলার মনোনয়ন মানিনা” নওগাঁয় ব্র্যাকের উদ্যোগে বিচারকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁয় দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব গাংগুরিয়া ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ডিমলায় ধান কাটাবস্হায় কৃষকের মৃত্যু; ১দিন পর মরদেহ উদ্ধার।

সারিয়াকান্দি যমুনা নদীর পূর্বপাড় ভাঙন রোধে পদক্ষেপের দাবিতে মানববন্ধন

রবিউল ইসলাম রবি, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ / ৩৪ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ণ
সারিয়াকান্দি যমুনা নদীর পূর্বপাড় ভাঙন রোধে পদক্ষেপের দাবিতে মানববন্ধন

রবিউল ইসলাম রবি, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়া সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর পূর্বপাড় ভাঙন রোধে পদক্ষেপের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার  বোহাইল ইউনিয়নের নৌকাঘাট এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে  ইউনিয়নের কয়েকশ মানুষ অংশ নেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্যে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, নদী ভাঙন আমাদের এলাকার মানুষের জন্য একটি বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছরই ফসলি জমি, বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এলাকাবাসীর জান-মাল রক্ষায় জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। চরবাসীর বসতভিটা, আবাদি জমি রক্ষার জন্য  স্থায়ী প্রকল্পের দ্রুত বাস্তবায়ন প্রয়োজন।”

বোহাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নূরুল ইসলাম বলেন,যমুনার ভাঙনে আমাদের ইউনিয়নের মানুষ আজ দিশেহারা। প্রতিদিন কোথাও না কোথাও ঘরবাড়ি, জমিজমা নদীতে বিলীন হচ্ছে। এই দুর্দশা আর সহ্য করা যাচ্ছে না। আমি সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানাই দ্রুত নদী ভাঙন রোধে জরুরি পদক্ষেপ গ্রহণ করুন। মানববন্ধনে বক্তারা দ্রুততম সময়ে বোহাইল ইউনিয়নে যমুনা নদী শাসনের  দাবি জানান। অল্প কয়েক দিনে প্রায় ১০০০ বিঘা আবাদি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। দ্রুত সময়ের মাঝে নদী শাসনের কাজ শুরু না করলে আরো অনেক জমি নদী গর্ভে বিলীন হয়ে যাবে। একই সঙ্গে তারা যমুনার ভাঙনে দিশেহারা চরবাসীকে রক্ষায় স্থায়ী ও কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বোহাইল বাজারের টেলিকম ব্যবসায়ী ইমদাদুল হক বলেন “আমি বহুবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও লাইভ করে যমুনা নদীর ভাঙনের ভয়াবহতা তুলে ধরেছি। প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন পর্যন্ত নদী শাসনের জন্য কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। যার ফলশ্রুতিতে প্রতিদিন আমাদের আবাদি জমি, বসতঘর ও সম্পদ নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে আমরা চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছি। অবিলম্বে নদী ভাঙন রোধে স্থায়ী ও টেকসই ব্যবস্থা গ্রহণের জন্য আমি জোর দাবি জানাচ্ছি।”

এমতাবস্থায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী দ্রুত নদী ভাঙন রোধে টেকসই এবং স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা বলেন, অবিলম্বে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ না নিলে যমুনার ভয়াবহ ভাঙনে বসতবাড়ি, ফসলি জমি ও জনপদ নিশ্চিহ্ন হয়ে যাবে।

তাদের দাবি, দ্রুত নদী শাসনের প্রকল্প বাস্তবায়ন করে এলাকাবাসীর জীবন ও সম্পদ রক্ষা করা হোক।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর