মোঃ হারুন-অর-রশিদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার কাহালুতে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় উপজেলা বিআরডিবির হলরুমে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্ম অবলম্বীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সাম্পাদক ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
বক্তব্য রাখেন কাহালু পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মুরইল ইউ পির সাবেক চেয়ারম্যান আ খ ম তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শ্রী রবীন্দ্রনাথ সরকার, সাধারণ সম্পাদক শ্রী মহাদেব চন্দ্র শীল, উপজেলা কেন্দ্রীয় সনাতন মন্দিরের সভাপতি শ্রী ভূপেন্দ্রনাথ পাল, সাধারণ সম্পাদক শ্রী রবীন্দ্রনাথ সরকার সহ উপজেলা পূজামন্ডপের সভাপতি ও সম্পাদক সহ সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।