ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর কেশরহাট পৌর স্বেচ্ছাসেবক দলের -২০২৫ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌর সভায় শুক্রবার (২৬-শে সেপ্টেম্বর) বিকেল সময়ে কেশরহাট পৌর বিএনপির কার্যালয়ে ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ওয়ার্ড ভিত্তিক সাংগঠনিক গতিশীল বৃদ্ধির লক্ষে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
কেশরহাট পৌর ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমিন এর সভাপতিত্বে রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন প্রধান অতিথির হিসাবে বক্তব্য কালে তিনি বলেন,
কেশরহাট পৌর স্বেচ্ছাসেবক দল এ ইউনিট টি অতীতের সুসংগঠিত ছিল এবং বর্তমানেও আছে এজন্য রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সকল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে (পবা-মোহনপুর) রাজশাহী-৩ আসনে যিনি বিএনপির মনোনয়ন পাবেন তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে সকল নেতাকর্মী কে কাজ করার জন্য জুরালো আহ্বান জানান। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফিন কনক, যুগ্ম আহ্বায়ক প্রভাষক রাইসুল ইসলাম রাসেল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন কেশরহাট পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহরাব আলী, সদস্য সচিব সোহেল রানাসহ-কেশরহাট পৌর ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী।