মোঃ আনোয়ার হোসেন, ডিমলা, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নে গতকাল ৩০সেপ্টেম্বর অবৈধভাবে পাথর উত্তোলন এবং বিক্রির বিরুদ্ধে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় অবৈধভাবে উত্তোলনকৃত পাথর মজুদ, ক্রয়-বিক্রয় এবং পাথর ভাঙার মেশিন ব্যবহারের দায়ে ২ জন পাথর ব্যবসায়ীকে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর তফসিলভুক্ত আইনের বিধানে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং একই সাথে আনুমানিক ৮ হাজার সিএফটি পাথর এবং ৪ টি পাথর ভাঙার মেশিন আইনি প্রক্রিয়া অনুসরণ করে জব্দ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: ইমরানুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি), ডিমলা এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রওশন কবির। ডিমলা থানা পুলিশের একটি দল এসময় সহযোগিতা করে।
অবৈধভাবে পাথর উত্তোলনের বিষয়ে টেপাখড়িবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান রবিউল ইসলাম জানায়, তিনি অনেক বার অবৈধ পাথর উত্তোলনেরকারীদের সতর্ক করলেও পাথর উত্তোলনকারীরা কর্নপাত করেনি। উপজেলা নির্বাহী অফিসার ইমরানুজ্জান জানান, পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে ডিমলা উপজেলা প্রশাসন এর কঠোর অভিযান অব্যাহত থাকবে।