আমানুল্লাহ্ আসিফ মীর, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীতে রুপা এক্সপো কৃষক সমাবেশ ও মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) উপজেলার নয়াবিল ইউনিয়নের চাটকিয়া শহীদ স্মৃতি নিন্ম মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় দিনব্যাপী কৃষক সমাবেশ ও কৃষি মেলা।
দুই শতাধিক কৃষকদের অংশগ্রহণে দিনব্যাপী কৃষক মেলায় খেলাধুলা সহ আকর্ষণীয় আয়োজনের মাধ্যমে কৃষকদের অনুপ্রাণিত করা হয়।
মেলায় দুটি সার্ভিস সেন্টার ও চারটি তথ্যবহুল স্টল থেকে রুপা আমন ধানের রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। এছাড়াও নিকটস্থ কৃষক নিরঞ্জন চন্দ্র বর্মন এর কৃষি জমিতে রুপা প্রদর্শনী প্লট পরিদর্শন ও আশপাশের অন্যান্য জমির আবাদ করা ধানের চেয়ে সিনজেনটার তত্বাবধানে ধানের ফলন ভালো হওয়ার বিশেষ পার্থক্য তুলে ধরা হয়। কৃষকরা সমাবেশে উচ্চমানের বীজ, ফসল সুরক্ষা পণ্য, কৃষি সমাধান, ডিজিটাল সেবা ও নতুন প্রযুক্তি সম্পর্কে সরাসরি ধারণা পান।
সিনজেনটা বাংলাদেশ ময়মনসিংহ রিজিওনাল সেলস ম্যানেজার সুজিত পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান।
এতে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাশিদুজ্জামান ইমরান, সিনজেনটা বাংলাদেশ শেরপুর জেলার এরিয়া ম্যানেজার সাইফুল ইসলাম, শেরপুর সদর উপজেলা সেলস প্রোমোশন অফিসার আবুল হোসেন, জামালপুর টেরিটোরির এরিয়া ম্যানেজার মাসুদুর রহমান, নালিতাবাড়ী উপজেলা সিনজেনটা পরিবেশক নুর মোহাম্মদ, নকলা উপজেলার সিনজেনটা পরিবেশক আমিনুল ইসলাম, সেন্টু ধানের উদ্ভাবক সেন্টু হাজং, সিনজেনটা সেলস প্রোমোশন অফিসার আবুল হোসেন সহ শেরপুর ইউনিটের সকল সেলস প্রোমোশন অফিসাররা উপস্থিত ছিলেন।