রবিউল ইসলাম রবি, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলায় হাজিদের যথাযথ দিকনির্দেশনা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রহমত ট্রাভেলস অ্যান্ড ট্যুরস ও ডে লাইট ইন্টারন্যাশনাল হজ্জ কাফেলা যৌথভাবে এক বিশেষ হজ্জ প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করেছে। দিনব্যাপী এই প্রশিক্ষণে নতুন ও পুরাতন মিলিয়ে অর্ধশতাধিক হাজি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মীর রহমাতুল বারী, স্বত্বাধিকারী রহমত হজ্জ অ্যান্ড ট্যুরস। তিনি তাঁর বক্তব্যে বলেন-“হজ্জ ইসলামের একটি মহান ফরজ ইবাদত। এটি সঠিকভাবে আদায় করতে হলে প্রতিটি হাজিকে অবশ্যই হজ্জের নিয়ম-কানুন সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করতে হবে। প্রশিক্ষণ ছাড়া হজ্জে অনেক সময় ভুল-ত্রুটি হয়ে যায়, যা ইবাদতের পূর্ণতা নষ্ট করে দেয়। তাই হাজিদের জন্য এ ধরনের কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আবু উবাইদা সাহেব ও মুফতি আবু হুরায়রা সাহেব। তাঁরা বলেন-“হজ্জ শুধু শরীরের কষ্ট সহ্য করার ইবাদত নয়, বরং এটি আত্মাকে পরিশুদ্ধ করার এক মহৎ মাধ্যম। হজ্জের প্রতিটি আমল যেমন ইহরাম, তাওয়াফ, সায়ী, মিনায় অবস্থান, আরাফাতের ময়দানে দোয়া, মুজদালিফা ও কোরবানির নিয়ম সঠিকভাবে পালন করতে হবে। এজন্য প্রতিটি হাজির উচিত পূর্বেই মাসায়েল শেখা।”
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওলানা ওমর ফারুক নছরতপুরী। তিনি বলেন-“হজ্জ হলো ত্যাগ, ভ্রাতৃত্ব ও ঐক্যের প্রতীক। একজন মুসলমান সারা জীবনের গুনাহ থেকে মুক্তি পেতে পারেন যদি তিনি শরীয়তের আলোকে সঠিকভাবে হজ্জ আদায় করতে সক্ষম হন। তাই প্রতিটি হাজির দায়িত্ব হলো যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে হজ্জের প্রতিটি ফরজ, ওয়াজিব ও সুন্নত আমল আয়ত্ত করা।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-রফিকুল ইসলাম দুলাল, নায়েবে আমির, ধুনট উপজেলা জামাতে ইসলামী মোঃ রেজাউল করিম, আমির, বাংলাদেশ জামাতে ইসলামী চৌকিবাড়ী ইউনিয়ন শাখা মাওলানা আতিকুর রহমান মুঈনে, মুহতামিম, পাচথুপি মিয়াপাড়া মাদ্রাসা অনুষ্ঠানে হাজিদের হজ্জের যাবতীয় মাসায়েল, সৌদি আরবে অবস্থানকালীন করণীয়, ভ্রমণ নির্দেশনা ও আচরণবিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। দিনব্যাপী এই প্রশিক্ষণ শেষে বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাতে হাজিদের সফল হজ্জ, মুসলিম উম্মাহর ঐক্য ও বিশ্ব শান্তি কামনা করা হয়।
দোয়া পরিচালনা করেন মাওলানা আতিকুর রহমান।