রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কচাকাটায় এসএসবিসি প্রকল্পের আয়োজনে ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত জয়পুরহাটে প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনীতে প্রধান অতিথি জেনারেল ওয়াকার-উজ-জামান রাজশাহীতে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় শুভ উদ্বোধন রাজশাহী বাঘায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন ফার্মেসিকে জরিমান বাগাতীপাড়ায় আওয়ামী লীগ কর্মীর দখলে রামপাড়া জামে মসজিদের জমি! প্রশাসনের হস্তক্ষেপ দাবি স্থানীয়দের ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সমর্থকদের চতুর্থ দিনের মশাল মিছিলের স্লোগানে “আমলার মনোনয়ন মানিনা” নওগাঁয় ব্র্যাকের উদ্যোগে বিচারকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁয় দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব গাংগুরিয়া ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ডিমলায় ধান কাটাবস্হায় কৃষকের মৃত্যু; ১দিন পর মরদেহ উদ্ধার।

ধুনটে জমি-জমা সংক্রান্তর জের ধরে মারধর ও প্রাননাশের হুমকি

রবিউল ইসলাম রবি, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ / ৩৩ বার পঠিত
আপডেট : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ১:৫৩ অপরাহ্ণ
ধুনটে জমি-জমা সংক্রান্তর জের ধরে মারধর ও প্রাননাশের হুমকি

রবিউল ইসলাম রবি, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের সাতটিকরী গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রাণনাশের হুমকির অভিযোগও উঠেছে। এ বিষয়ে বাদি হাবিবুর রহমান ৬ জনকে বিবাদী করে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।

অভিযোগ সুত্রে জানা যায়, ধুনট থানাধীন সাতটিকরী গ্রামের বাসিন্দা বাদী হাবিবুর রহমান এবং তার পরিবারের সাথে একই গ্রামের বাবলু মিয়া (৪২), রফিকুল ইসলাম (৩৭), মোঃ আজিজুল হক (৫৫) মোনারুল ইসলাম (২৬) রঞ্জু মিয়া (২৪), এবং ইছমত আরা (৩৫)-এর মধ্যে জমি-জমা সংক্রান্ত ও পূর্ব শত্রুতার জের ধরে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল।

শুক্রবার ​দুপুর অনুমান ১২:৩০ ঘটিকার সময়, সাতটিকরী গ্রামে জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে একটি গ্রাম্য শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের একপর্যায়ে বিবাদীরা বাদীর ভাতিজী আলেয়া খাতুন (৪০)-কে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। বাদীর ছেলে রাজু আহম্মেদ (২৩) এতে বাধা দিলে বিবাদীরা তাকে খুন করে লাশ গুম করার হুমকি দেয়। ​পরে আলেয়া খাতুন বিবাদীদের হুমকি দিতে নিষেধ করলে, বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফোলা ও বেদনাদায়ক জখম করে। আলেয়া খাতুন মাটিতে পড়ে গেলে, ২নং বিবাদী রফিকুল ইসলাম তাকে হত্যার উদ্দেশ্যে গলা টিপে শ্বাসরোধের চেষ্টা করে। একই সময় ৬নং বিবাদী মোছাঃ ইছমত আরা আলেয়া খাতুনের গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন জোরপূর্বক ছিনিয়ে নেয়। ​গ্রামের লোকজন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে। বিবাদীরা প্রকাশ্যে নানা প্রকার ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। আশঙ্কাজনক অবস্থায় আলেয়া খাতুনকে দ্রুত ধুনট উপজেলা হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে তাকে ভর্তি করা হয়।

ধুনট থানার এসআই  হায়দার আলী বলেন, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর