মোঃ হারুন-অর-রশিদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ
রবিবার দুপুরে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা টেম্পল রোড সংলগ্ন টাউন ক্লাবের ভাঙা ও নিষিদ্ধ ঘোষিত একটি পুরাতন পার্টি অফিস বহুদিন ধরেই মাদক ব্যবসায়ী ও সেবীদের আখড়া হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়।
অভিযানকালে সেখান থেকে ৬ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন: রবিউল ইসলাম (৩০), পিতা: মৃত জয়নাল খান, সাং: মিয়াপাড়া, শাজাহানপুর; শিপন (৩৫), পিতা: মৃত আজাহার আলী, ঠিকানা: হাড্ডিপট্টি, বগুড়া শহর; নুরনবী (৩০), পিতা: মোঃ বিরাজ আলী, ঠিকানা: নাটাইপাড়া, বগুড়া শহর।
অভিযান পরিচালনা করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল ওয়াজেদ। মোবাইল কোর্টের মাধ্যমে তিন আসামিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
ডিএনসি সূত্রে জানা গেছে, নিয়মিত নজরদারির অংশ হিসেবে শহরের মাদক স্পটগুলোতে অভিযান অব্যাহত থাকবে।