নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছি – আড্ডা রোডের জালুয়া মোড়ে সোমবার (৬ জানুয়ারি) সকালে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। সকাল সাড়ে ১০টার দিকে পকেট রাস্তা থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
মোটরসাইকেলে থাকা তিনজনের মধ্যে দুইজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী একটি ক্লিনিকে নিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, আহতরা গাংগুরিয়া ডিগ্রি কলেজের ছাত্র এবং তাদের বাড়ি সিসা দেউলিয়া গ্রামে। আহতদের একজন মোঃ আল-আমিন, যিনি দেউলিয়া বোরামের বাসিন্দা। অপরজনের নাম এখনো জানা যায়নি।
পোরশা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন রেজা জানান, তারা এখনো এ বিষয়ে কোনো তথ্য পান নাই। এমনও জানা যায় ট্রাফিক রুল ভঙ্গ করে তারা মোটরসাইকেল চালাচ্ছিলেন। তবে এলাকাবাসী ছোট বাচ্চা এবং শিক্ষার্থীদের হাতে মোটরসাইকেল না দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
এলাকাবাসীর মতে, এমন দুর্ঘটনা এড়াতে অভিভাবকদের আরও সচেতন হওয়া এবং অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল দেওয়া বন্ধ করা প্রয়োজন। সকলের সম্মিলিত উদ্যোগে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধ সম্ভব।