রবিউল ইসলাম রবি, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলার বিশ্বহরিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
সকালে বিদ্যালয়ে দৈনিক সমাবেশে প্রবিত্র আল-কোরআন তেলাওয়াতের পর জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরুল কায়েস খান শিক্ষার্থীদের উদ্দেশ্যে হাত ধোয়ার গুরুত্ব ও উপকারিতা নিয়ে সচেতনতামূলক বক্তব্য দেন।
তিনি বলেন-“পরিষ্কার-পরিচ্ছন্নতা আমাদের ঈমানের অংশ। প্রতিদিন খাবারের আগে ও পরে, টয়লেট ব্যবহারের পর এবং বাইরে থেকে ফিরে আসার পর সাবান ও বিশুদ্ধ পানি দিয়ে হাত ধোয়ার অভ্যাস আমাদের নানা রোগ থেকে রক্ষা করে। সবাইকে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে এবং পরিবার-সমাজে এ বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ-ইকবাল কায়েস খান নয়ন, জান্নাতুল ফেরদৌস সুমি, সোহাগ মন্ডল, নাসরিন জাহান টুম্পা, জান্নাতুল ফেরদৌস, রিপন সরকার, জান্নাতি আক্তার রিংকি, সহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা হাতে-কলমে হাত ধোয়ার প্রদর্শনীতে অংশ নেয় এবং “সুস্থ জীবনের জন্য পরিচ্ছন্নতা” শীর্ষক শপথ গ্রহণ করে।