রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাহিরপুরে হত্যাকাণ্ডের জেরে প্রতিপক্ষের ১৯টি বাড়িঘর ভাংচুর ও লুটতরাজ। নীলফামারী-১ আসনে বিএনপির মনোনয়ন; জনগণের প্রত‍্যাশায় শাহরিন ইসলাম চৌঃ তুহিন হত্যা মামলার আসামিদের বিচারের দাবিতে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ নকলের দায়ে আমতলীতে ৯ ফাজিল পরীক্ষার্থী বহিষ্কার পোরশায় ডাল দিয়ে ভাত খেয়েছি, ছোট্ট মেয়েটি আত্রাইয়ে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রকাশ্যে ছুরিকাঘাতে একজনের মৃত্যু নওগাঁয় রেলগেটের যানজট নিরসনের দাবীতে স্থানীয়দের মানববন্ধন

জয়পুরহাট-২ আসনকে চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত করে একটি মডেল আসন হিসেবে গড়ে তুলব; পথসভায় ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা

যমুনা টাইমস ২৪ ডেস্ক : / ৩৬ বার পঠিত
আপডেট : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৯:০২ অপরাহ্ণ

মশিউর রহমান খান, বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটের ক্ষেতলালে গণমিছিল ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ কর্মসূচিতে সাবেক বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরুজ্জামান মৃধার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। পরে গণমিছিলেও অংশ নেন গোলাম মোস্তফা।

দেখা যায় গণ মিছিলটি ইটাখোলা বাজার থেকে ক্ষেতলাল মোড় পর্যন্ত জনসংযোগে রূপ নেয়। এ সময় ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বলেন, জয়পুরহাট জেলা কৃষি প্রধান এলাকা। আমি সব সময় কৃষককে রাজনীতির কেন্দ্রবিন্দুতে দেখতে চাই। আগামী নির্বাচনে দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে, তবে কৃষক যাতে ফসলের ন্যায্য দাম পান সেটি নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি শুধু রাজনৈতিক পরিবর্তনের রূপরেখা নয়, এটি কৃষি, শিল্প, শিক্ষা ও কর্মসংস্থানভিত্তিক একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র সংস্কার পরিকল্পনা। আমরা চাই ক্ষমতার বিকেন্দ্রীকরণ, যাতে প্রত্যন্ত অঞ্চলের কৃষক ও সাধারণ মানুষ উন্নয়নের প্রকৃত সুফল পান।

তিনি আরো বলেন, যদি কেন্দ্র আমাকে মনোনয়নপত্র দেয়, আমি বিপুল ভোটে জয়লাভ করে জয়পুরহাট দুই নাম্বার আসনকে একটি দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত ও মডেল আসন হিসেবে গড়ে তুলবে ইনশাল্লাহ। গোলাম মোস্তফা অভিযোগ করেন, বর্তমান সরকারের সময় কৃষি পণ্যের দাম বেড়েছে, অথচ উৎপাদিত ফসলের দাম কৃষক পাচ্ছেন না। এতে কৃষি নির্ভর পরিবারগুলো দারিদ্র্যের ফাঁদে পড়ছে। বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের জন্য সহায়ক নীতি গ্রহণ করা হবে সার, বীজ, কীটনাশক ও সেচে ভর্তুকি বাড়ানো হবে।

গণমিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন। মিছিলটি ইটাখোলা হাট থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্ষেতলাল তিন মাথায় সমাবেশে মিলিত হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর