রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাহিরপুরে হত্যাকাণ্ডের জেরে প্রতিপক্ষের ১৯টি বাড়িঘর ভাংচুর ও লুটতরাজ। নীলফামারী-১ আসনে বিএনপির মনোনয়ন; জনগণের প্রত‍্যাশায় শাহরিন ইসলাম চৌঃ তুহিন হত্যা মামলার আসামিদের বিচারের দাবিতে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ নকলের দায়ে আমতলীতে ৯ ফাজিল পরীক্ষার্থী বহিষ্কার পোরশায় ডাল দিয়ে ভাত খেয়েছি, ছোট্ট মেয়েটি আত্রাইয়ে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রকাশ্যে ছুরিকাঘাতে একজনের মৃত্যু নওগাঁয় রেলগেটের যানজট নিরসনের দাবীতে স্থানীয়দের মানববন্ধন

৪৪ বছর পর চাকসুতে শিবিরের বিজয়ী প্রত্যাবর্তন ; ২৬ পদের মধ্যে ২৪টিতেই জয় ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ এর

যমুনা টাইমস ২৪ ডেস্ক : / ২০ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৬:৩৬ পূর্বাহ্ণ

 

নিজস্ব প্রতিনিধিঃ

চার দশকেরও বেশি সময় পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (চাকসু) নেতৃত্বে ফিরল ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির সমর্থিত প্যানেল ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ সপ্তম চাকসু নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করেছে। ২৬টি পদের মধ্যে ২৪টিতেই এই প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, “ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল ব্যাপক ও উৎসবমুখর।”

ভিপি (সহসভাপতি) পদে নির্বাচিত হয়েছেন ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ও ইতিহাস বিভাগের এমফিল শিক্ষার্থী মো. ইব্রাহিম হোসেন। তিনি পেয়েছেন ৭ হাজার ৯৮৩ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সাজ্জাত হোসেন পেয়েছেন ৪ হাজার ৩৭৪ ভোট।

জিএস (সাধারণ সম্পাদক) পদে ৮ হাজার ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন একই প্যানেলের সাঈদ বিন হাবিব। ইতিহাস বিভাগের স্নাতকোত্তর এই শিক্ষার্থী বর্তমানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের মো. শাফায়াত পেয়েছেন ২ হাজার ৭৩৪ ভোট।

২৬টি পদে অনুষ্ঠিত নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে একমাত্র এজিএস (সহসাধারণ সম্পাদক) পদে জয় এসেছে। এই পদে আইয়ুবুর রহমান পেয়েছেন ৭ হাজার ১৪ ভোট, তার প্রতিদ্বন্দ্বী শিবির প্রার্থী সাজ্জাত হোছন পেয়েছেন ৫ হাজার ৪৫ ভোট।

এছাড়া সহ খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে বিজয়ী হয়েছেন তামান্না মাহবুব নামে এক ছাত্রী, যা এবারের নির্বাচনে ব্যতিক্রমী ও ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সর্বশেষ বিজয়ী হয়েছিল ১৯৮১ সালে। সে সময় ভিপি নির্বাচিত হয়েছিলেন জসিম উদ্দিন সরকার এবং জিএস ছিলেন আবদুল গাফফার। দীর্ঘ ৪৪ বছর পর সংগঠনটি আবারও চাকসুর নেতৃত্বে ফিরে আসায় তাদের কর্মী-সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

বিশ্লেষকদের মতে, বিশ্ববিদ্যালয় রাজনীতিতে দীর্ঘ বিরতির পর ইসলামী ছাত্রশিবিরের এই জয় ক্যাম্পাস রাজনীতিতে নতুন ভারসাম্য তৈরি করতে পারে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর