মোঃ হারুন-অর-রশিদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ
শুক্রবার রাতে দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। রাতেই পুলিশ ডাকাতির কাজে ব্যবহৃত সিএনজি সহ আরো দু’জন ডাকাত সদস্য চিত্ত রঞ্জন ঘোষ (৩২) ও সোহাগ হোসেন (৩৫) কে গ্রেফতার করেছে।
পুলিশ জানান, উপজেলার তালোড়ার বাজারের ধান চাল, ময়দা ভূষি ও খইল ব্যবসায়ী স্বর্গীয় রাধেশ্যাম পোদ্দারের ছেলে নারায়ন লাল পোদ্দার ওরফে লালু পোদ্দার (৬৩) হেমচান ওরফে হিমু পোদ্দারের (৬০) বাড়িতে ডাকাতি সংঘঠিত হয়। ডাকাতি করতে গিয়ে হেমচান ওরফে হিমু পোদ্দারের বোন বিমলা পোদ্দার (৬৭) নামে বৃদ্ধা ডাকাতদের হাতে খুন হয়। গত শুক্রবার সকালে ঘঠনাটি জানাজানি হলে পুলিশ বৃদ্ধা বিমলা পোদ্দারের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া সদর জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।
পুলিশের পাশাপাশি ডিবি, পিআইবি ঘটনার তদন্তে নামেন। তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রায় কয়েক ঘন্টার মধ্যেই ডাকাত দলের সদস্য তালোড়া নওদাপাড়ার নবাব আলীর ছেলে জুয়েল (২৬) কে গ্রেফতার করেন। এর পর তার দেওয়া তথ্য অনুযায়ী শাপলা গ্রামের হাফিজার রহমানের ছেলে আসলাম (২৫), শিবগঞ্জ উপজেলার খেউনি বিন্নাচাপড় পাড়া গ্রামের বাছেদ প্রামানিকের ছেলে বাহালুল প্রামানিক (২৯) ও কাহালু পোগইল গ্রামের নাজির উদ্দিন প্রামানিকের ছেলে ইমরান (৩১) কে গ্রেফতার করেন।
এ ঘটনায় শুক্রবার রাতে হেমচান পোদ্দার হিমু বাদী হয়ে থানায় ডাকাতি মামলা দায়ের করেন। রাতেই মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই নিয়ামান নাসির একদল পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে তালোড়া পুগইল গ্রামের মৃত শুকুর আলীর ছেলে সোহাগ হোসেন (৩৫) ও শাবলা গ্রামের শ্রী বাবলু ঘোষের ছেলে চিত্র রঞ্জন ঘোষ (৩২) কে তালোড়া বাজার এলাকা থেকে গ্রেফতার করেন। এ সময় ডাকাত চিত্র রঞ্জন ঘোষের হেফাজত থেকে ডাকাতি কাজে ব্যবহৃত সিএনজি উদ্ধার করেন।
থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম দু’জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদেরকে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন । শনিবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। বিজ্ঞ আদালত রিমান্ড শোনানী শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে পুলিশ পরিদর্শক তদন্ত নাসিরুল ইসলাম নিশ্চিত করেছেন।