আমানুল্লাহ্ আসিফ মীর, শেরপুর প্রতিনিধিঃ
৯০ বছর বয়সী শরাফত আলী বয়সের ভারে নুয়ে পড়লেও জীবিকার তাগিদে ভিক্ষা করতে ছুটেন প্রতিদিন। পরিবারের কেউ না থাকায় এই বৃদ্ধ বয়সে খুব কষ্টে দিন কাটছিল তার। শরাফত আলী শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের বাসিন্দা। তার করুণ অবস্থা দেখার পর পাশে দাঁড়িয়েছে “স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশন” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ১৬ অক্টোবর বৃহস্পতিবার সংগঠনটির পক্ষ থেকে তাকে খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাল, আলু, পেঁয়াজ, রসুন, ডাল, শুকনা মরিচ, হলুদ গুড়া, মরিচ, গুড়া, সরিষা তেল, সয়াবিন তেল, সাবান, বিস্কুট, জিরা, ডিম, মুড়ি, শুটকি, লবণ ইত্যাদি।
এসময় স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি শাকিব আহমেদ, সদস্য অব্র ও অনিক উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি শাকিব আহমেদ জানান, “এই অসহায় লোককে সহায়তা করতে পেরে তারা আনন্দিত। স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশন’অসহায়দের জন্য নিয়মিত কাজ করে যাচ্ছে, এই দ্বারা অব্যহত থাকবে বলে জানান তিনি।”