এম মনিরুজ্জামান, পাবনাঃ
সুজানগরে বিএনপির প্রভাব খাটিয়ে কবরস্থানে ২৫ টা গাছ বিক্রির প্রায় চার লাখ টাকা আত্মসাতের অভিযোগে পত্রিকায় ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় পাবনার সুজানগরে বাংলাদেশ প্রেসক্লাবের হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সুজানগর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও দুলাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান মাস্টার ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এস এম রাসেল। বক্তারা বলেন, কিছু পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে বিএনপির প্রভাব খাটিয়ে কবরস্থানে গাছ বিক্রির চার লাখ টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদ টি আমাদের দৃষ্টি গোচর হয়েছে।
উপজেলার বামুন্দি, চর জোড় পুকুরিয়া, পাইক পাড়া, তেবিলা গ্রামের মানুষের শেষ আশ্রয়স্থল কবরস্থান টি প্রায় দশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে। বিগত দিনে কবরস্থানের উন্নয়নের জন্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গাছ কাটা হয়। কয়েক দিন আগে দুই গ্রামের দ্বন্দ্বের কারণে আবারো কবরস্থানের গাছ কাটা হয়। গাছ কাটা কে কেন্দ্র করে একটি কুচক্রী মহল কবরস্থান নিয়ে ও রাজনৈতিক ভাবে বিএনপির উপর দায় চাপানোর অপচেষ্টা চালাচ্ছে। কবরস্থানের গাছ কাটার সাথে দুলাই ইউনিয়ন বিএনপির কেউ জড়িত নেই। এখানে মুলত দুই গ্রামের দ্বন্দ্বের কারণেই এই ঘটনা গুলো হচ্ছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের একটি কুচক্রী মহল কবরস্থানের গাছ কাটার মত একটা ঘটনা বিএনপির ঘাড়ে দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।