আমানুল্লাহ্ আসিফ মীর, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের নালিতাবাড়ীতে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্যে লিফলেট বিতরণ ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২০ অক্টোবর বিকেলে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের চায়নামোড়, বৈশাখী বাজার, কালাকুমাসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণের আয়োজন করেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের একাংশের নেতাকর্মীরা।
পরে কালাকুমা বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভাকে কেন্দ্র করে বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য নেতাকর্মীর স্লোগানে মুখরিত হয়ে উঠে এলাকা।
নালিতাবাড়ী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুল ইসলামের সঞ্চালনায়, রামচন্দ্রকুড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ ইলিয়াস খান।