তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আত্রাইয়ে বিএনপি নেতা রেজুর লিফলেট বিতরণ ও পথ সভা
এমরান মাহমুদ প্রত্যয়, আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ
গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুশাসন ভিত্তিক রাষ্ট্র গড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নওগাঁর আত্রাইয়ে লিফলেট বিতরণ ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী থানা বিএনপির সভাপতি এস.এম রেজাউল ইসলাম রেজু সহ স্থানীয় নেতৃবৃন্দরা আত্রাই ও রাণীনগর উপজেলার হাটকালুপাড়া ও মিরাট ইউনিয়নের বান্দাইখাড়া এবং জামালগঞ্জ বাজারসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ পথ সভা কর্মসূচিতে অংশ নেন।
এসময় বিএনপি নেতা এস.এম রেজাউল ইসলাম রেজু বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিতের লক্ষ্যেই এ প্রচার কার্যক্রম।
এছাড়া লিফলেট বিতরণ কর্মসূচিতে জনসাধারণের মাঝে ৩১ দফা কর্মসূচির তাৎপর্য তুলে ধরা হয়।