তন্ময় দেবনাথ, স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর পবা উপজেলায় এক গৃহবধূ ও গৃহবধূর মাকে খুন করে গুম করার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোসা. মেঘলা (১৯) সোমবার (২০ অক্টোবর) দুপুরে পবা থানায় কম্পিউটার টাইপিকৃত একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, তার স্বামী নাহিদ হাসান (২৪) এবং তার সহযোগী মুস্তাকিম রহমান রানটু (৪২) দীর্ঘদিন ধরে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। যৌতুক হিসেবে স্বামী নাহিদ হাসান একটি YAMAHA(R-15) মোটরসাইকেল দাবি করেন। কিন্তু পরিবারের আর্থিক অবস্থার কারণে সেই দাবি পূরণ করতে না পারায় তিনি নির্যাতনের শিকার হন এবং একপর্যায়ে বাবার বাড়িতে ফিরে আসেন।
পরে তিনি যৌতুক নিরোধ আইনে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন এবং বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। মেঘলা আরও বলেন,রানটু আমার প্রতিবেশী হওয়া সত্ত্বেও গত (১৫ অক্টোবর) বুধবার প্রকাশ্যে আমাকে এবং আমার মাকে হাসুয়া মেরে প্রাণনাশের হুমকি দেয়। এ বিষয়ে স্থানীয়রা অবগত রয়েছেন। ওই মামলা করার পর থেকে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে আমার ও আমার পরিবারের সদস্যদের নিয়মিত ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিতে থাকে।
মেঘলা অভিযোগে আরও জানান, গত শনিবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে আমার মা ঘরের দরজার সামনে একটি রক্তমাখা চিঠি দেখতে পান।চিঠিতে লেখা আছে আগামী (৭ নভেম্বর) রাত ১২ টায় তোদের বাড়িতে অপারেশন চলবে, তোদের মা ও মেয়েকে বাড়ি থেকে উঠিয়ে গভীর জঙ্গলে নির্জন জায়গায় নিয়ে খুন করে তোদের লাস গুম করা হবে। মেঘলা ধারণা করছেন, পূর্বের বিরোধের জের ধরে স্বামী ও তার সহযোগীরাই এই হুমকির সঙ্গে জড়িত। আগামী ১০ নভেম্বর বিজ্ঞ আদালতে মামলার ধার্য তারিখ, আমরা যেন ধার্য তারিকে আদালতে হাজির হতে না পারি সেই উদ্দেশ্যে চিঠি দিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছে।
ঘটনার পর থেকে মেঘলা ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা পুলিশের কাছে দ্রুত তদন্ত ও আইনি সুরক্ষার আবেদন জানিয়েছেন।
এ বিষয়ে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, “অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”